হরিয়ান ইউপির চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

প্রকাশিত: জুলাই ৭, ২০২৩; সময়: ১১:৩৪ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মাসুম মোল্লাহ। তিনি আনারস মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। মাসুম মোল্লাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

আগামী ১৭ জুলাই নির্বাচনে বিপুল ভোটে বিজয় নিশ্চিৎ জেনে বিভিন্নভাবে তার বিরুদ্ধে অপপ্রচার করছে প্রতিপক্ষরা বলেন অভিযোগ করেন মাসুম মোল্লাহ। শুক্রবার গনমাধ্যম কর্মীদের কাছে দেয়া এক সাক্ষাতকারে এ অভিযোগ করেন তিনি।

মাসুম মোল্লাহ জানান, র্দীঘনি যাবত আমি ও আমার পরিবার আওয়ামী লীগের রাজনিতির সাথে জড়িতো। জীবনে দলের জন্য বহু কষ্ট করেছি। ছোট থেকে এলাকার মানুষের সুখে দুখে তাদের পাসে থেকে সেবা করে আসছি। এ নির্বাচনে আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলাম।

এলাকাবাসীর ইচ্ছায় ও তাদের সমর্থনে আমি স্বতন্ত্র থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করছি। এলাকার তরুন ভোটার, নারী ভোটার ও প্রবিন ভোটাররা অনারস মার্কা প্রতীকের পক্ষে কাজ করে যাচ্ছে। আগামী ১৭ জুলাই আনারস মার্কা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন ভোটা দিয়ে আশা করছি। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নসহ মানুষের সুখে দুখে পাসে থেকে সেবা করে যাবো কথা দিয়েছি মানুষকে। এক বার আমাকে সুযোগ দিয়ে নির্বাচিত করুন আমি জনগনের সেবায় আমার জীবন উৎসর্গ করে দিবো।

তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক ভোট কে কেন্দ্র করে প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচার করছে আনারস মার্কা প্রতীকের বিজয় ঠেকাতে। এলাকাবাসীর প্রতি আমার আহব্বান, আমার বিরুদ্ধে কোন প্রকার অপপ্রচারে কান দিবেন না। গত সোমবার ২৬ জুন প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে একটি পক্ষ আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার করে বিভ্রান্ন করার চেষ্টা করছে।

একটি চক্র আমার ছবির সাথে মাদকের ছবি জড়িয়ে ছবি এডিট করে ভাটার দেরকে দেখিয়ে বিভ্রান্ত করছে। আমি আপনাদের সন্তান। আমি কোন মাদকের সাথে জড়িতো নাই। তারা আমার বিজয় ঠেকাতেই এমন নোংরা অপপ্রচার করছে। প্রিয় এলাকাবাসীর কাছে আমার অনুরোধ মিথ্যা অপ্রপ্রচারে কান দিবেন না। আমাকে একবার ভোট দিয়ে নির্বাচিত করুন আমি আপনাদের সেবায় আমার জীবন উৎসর্গ করেদিবো কথা দিলাম।

শুক্রবার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে শতাধিক কর্মী সমর্থক নিয়ে আনারস প্রতীকে জনসংযোগ করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাসুম মোল্লাহ্।

উল্লেখ্য, রাজশাহী পবা উপজেলার ৬ নং ইউনিয়নে আগামী ১৭ জুলাই ৯ ওয়ার্ডের ৯ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। হরিয়ান ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা ১৯৫২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৮৫০ জন ও মহিলা ভোটার ৯৬৭৮ জন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন