চুল পড়ে যাচ্ছে? ধূমপান দায়ী নয় তো?

পদ্মাটাইমস ডেস্ক : কী কারণে চুল পড়তে পারে তার সব কারণই খতিয়ে দেখেছেন। শেষে এসে মনকে সান্ত্বনা দিচ্ছেন যে, বর্ষাকালে সকলেরই কম-বেশি চুল পড়ে।
এ দিকে রাত জেগে ধূমপান চলছে। বিশেষজ্ঞেরা বলছেন, অতিরিক্ত ধূমপান কিন্তু চুল পড়ার একটি অন্যতম কারণ হতে পারে।
তামাক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। চুলের ফলিকল নষ্ট হওয়ার পেছনে পর্যন্ত তামাকের হাত রয়েছে। সিগারেটে উপস্থিত ‘টক্সিন’ মাথার ত্বকে রক্ত সঞ্চালন বিঘ্নিত করে। পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না।
ফলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। অতিরিক্ত ধূমপান করলে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যায়। ফলে চুল পড়ার পরিমাণ বেড়ে যেতে পারে। শুধু তাই নয়, অকালে চুল পেকেও যেতে পারে।
তবে শুধু ধূমপান নয় চুল পড়ার নেপথ্যে জিনগত এবং শারীরিক নানা কারণও থাকতে পারে। কার কোন কারণে চুল পড়ছে, সে বিষয়ে নিশ্চিত হতে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
ধূমপানে লাগাম টানার পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খাওয়া, শরীরকে আর্দ্র রাখার চেষ্টা করতে হবে। চুল পড়ার আরও একটি কারণ হলো মানসিক চাপ। এই বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখতে পারলে, চুল পড়ার সমস্যা আটকানো সম্ভব।