রাজশাহীর কাঁচাবাজারে বাড়তি সব ধরনের সবজির দাম

প্রকাশিত: জুলাই ১০, ২০২৩; সময়: ৫:৩২ pm | 
খবর > অর্থনীতি

ইন্দ্রাণী সান্যাল : রাজশাহীর কাচাবাজারে কাঁচামরিচ-পেঁয়াজসহ বাড়তি সব ধরনের সবজির দাম। বিক্রেতারা বলছেন, পর্যাপ্ত আমদানি না থাকা আর বৈরী আবহাওয়ার কারনে বাজারে পন্যের সরবরাহ কম তাই বাড়ছে দাম। আর বাজার করতে আসা ক্রেতারা বলছেন, মাছ, মাংসের পর অসহনীয় হয়ে উঠেছে সবজির বাজারও।

সোমবার সকালে বাজার ঘুরে দেখা যায়, মানভেদে কাচামরিচ ২৮০ থেকে ৩০০ টাকা, পেয়াজ ৭৫ টাকা, আদা ও রসুন বিক্রি হচ্ছে ২৪০ টাকায়।

এছাড়া সপ্তাহ ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির দামও। ৬০ টাকার বেগুন, পটল ও কাকরোল বেড়ে দাড়িয়েছে ৮০ তে। আর ঝিংগে, পেপে, ঢেরস, শশা কেজি প্রতি কিনতে গুনতে হচ্ছে ৬০ টাকায়।

দাম বৃদ্ধির কারণ সম্পর্কে বিক্রেতা সাজ্জাদ জনান বৃষ্টির পানি, বর্ষা ও তাপদাহের কারণে এই অঞ্চলের মরিচের গাছ গুলো মরে যাওয়ায় দাম বেড়ে গেছে। বৃষ্টি কমলে দামও কমে যাবে।

ক্রেতারা বলছেন, পণ্যের বাজারে অনেক বেশী। এতে করে বাজার করতে হিমশিম খেতে হচ্ছে। যে পরিমাণ টাকা নিয়ে বাজারে যাচ্ছি তা কুলানো সম্ভব হচ্ছেনা।

কয়েকটা বাজার করে টাকা শেষ হয়ে যাচ্ছে ফলে বাধ্য হয়ে সবকিছু প্রয়োজনের তুলনায় কম কিনতে হচ্ছে। পন্যের দাম সহনশীল রাখতে সরকারের পক্ষ থেকে কঠোর নজরদারি দাবি জানান ক্রেতারা।

এদিকে কাঁচামরিচসহ অন্যন্য পন্যের দাম কারসাজি করে কেউ যেন বাড়তি দামে বিক্রি করতে না পারে সেজন্য মাঝে মাঝে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন