ইউএস-বাংলা এয়ারলাইনন্সে চাকরির সুযোগ

প্রকাশিত: জুলাই ১১, ২০২৩; সময়: ১২:৩৫ pm | 
খবর > চাকরি

পদ্মাটাইমস ডেস্ক : বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনন্স শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে একটি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম : নির্বাহী (রাজস্ব ব্যবস্থাপনা)।

পদ সংখ্যা : নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা : অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যাংকিং, পরিসংখ্যান বিভাগ থেকে বিবিএ। ‘ও’ লেভেল/ ‘এ’ লেভেল এবং বিদেশি ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কাজের ধরন : তালিকা অনুযায়ী ফ্লাইট পর্যবেক্ষণ এবং পরিচালনা করা। কোম্পানির আর্থিক লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করা। বাজারের চাহিদা এবং গ্রুপের বণ্টন অনুযায়ী রুট নিয়ন্ত্রণ ও পরিচালনা করা। ইত্যাদি।

চাকরির ধরন : পূর্ণকালীন।

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা : চাপের মধ্যে কাজ করার ক্ষমতা। এক্সেলে দক্ষতা। চমৎকার বিশ্লেষণাত্মক দক্ষতা। আকর্ষণীয় যোগাযোগ দক্ষতা। তবে ফ্রেশারদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।

বয়সসীমা : ২৬ বছর।

চাকরির স্থান : ঢাকা।

বেতন : ৩০,০০০ টাকা।

সুযোগ-সুবিধা : প্রভিডেন্ট ফান্ড। বীমা। দুপুরের খাবারের সুবিধা। বছরের দুই উৎসব বোনাস।

আবেদন পদ্ধতি : আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ : ১০ আগস্ট, ২০২৩।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন