ফেসবুকে একমাত্র তাহসানকে ফলো করেন সৃজিত

প্রকাশিত: জুলাই ১২, ২০২৩; সময়: ১১:৪৭ am | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক: আপনাদের মধ্যে অনেকেই হয়ত টলিউড পরিচালক সৃজিত মুখার্জীর ফেসবুক পেজ অনুরসণ করেন। এর মাধ্যমে তার কাজ কিংবা ব্যক্তিজীবনের নানা বিষয় সম্পর্কে জানতে পারেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুক পেজে সৃজিতের অনুরাসীরর সংখ্যা নয় লাখ ১৪ হাজার। কিন্তু এই পরিচালক মাত্র একজনকে অনুসরণ করেন। তিনি কে জানেন? উত্তর জানলে খানিকটা অবাক হতে পারেন।

স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার প্রাক্তন স্বামী তাহসানকে ফেসবুকে অনুসরণ করেন সৃজিত। অধিকাংশ মানুষ যেখানে স্ত্রীর প্রাক্তনের নামই শুনতে পারেন না, সেখানে ব্যতিক্রম তিনি।

বাস্তবেও তাহসানের সঙ্গে দেখা হয় সৃজিতের। আড্ডাও দেন তারা। গল্পের প্রয়োজনে তাহসানকে নিয়ে সিনেমাও বানাতে চান সৃজিত। এই তো কয়েক বছর আগে একটি গণমাধ্যমে তিনি বলেছিলেন, ‘আমার গল্প লেখার ভাবনায় তাহসানকে প্রয়োজন হলে সেটা অবশ্যই আমি ওকে অফার করব।

মাত্র কদিন আগেই তো ওর বাসায় আড্ডা দিলাম। দারুণ এক পিয়ানো রয়েছে ওর ঘরে। আসলে দেখুন, জীবনটা তো এক চলমান জলস্রোত। এখানে যদি পরস্পরকে শ্রদ্ধার জায়গায় আমরাই না রাখতে পারি তো আমাদের থেকে কে শিখবে।’

তাহসানও প্রাক্তন স্ত্রীর বর্তমান স্বামীকে পছন্দ করেন। তিনিও বছর দুই আগে কলকাতার একটি গণমাধ্যমকে বলেছিলেন, ‘সৃজিত আমার খুবই প্রিয়। কারণ তাকে আমার মেয়েরও খুব ভালো লাগে। যদিও আগে থেকেই সৃজিতের কাজ বেশ পছন্দ করি।’

তাহসান ও মিথিলা ২০০৬ সালে ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির একমাত্র সন্তানের নাম আইরা তেহরীম খান। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে।

এরপর ২০১৯ সালের ১০ ডিসেম্বর দক্ষিণ কলকাতায় সৃজিত মুখার্জির বাসায় তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। ঘরোয়াভাবে আয়োজিত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিথিলার বাবা-মা, ভাই-বোন এবং সৃজিতের পরিবারের মানুষজন। আরও ছিলেন এই দুই তারকার ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু। তারা সবাই চলচ্চিত্রের খুব পরিচিত মুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন