যেখানেই যাচ্ছি মেয়েরা এসে জেঁকে ধরছে: আমেরিকায় জায়েদ খান

প্রকাশিত: জুলাই ১২, ২০২৩; সময়: ১:৩৮ pm | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক: চলচ্চিত্র অভিনেতা হলেও সিনেমার চেয়ে বাইরের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনায় বেশি থাকেন জায়েদ খান। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রে রয়েছেন এই চিত্রনায়ক। এবার সেখান থেকেই তিনি জানালেন, যুক্তরাষ্ট্রে নাকি মেয়েদের সঙ্গে ছবি তুলতে তুলতেই দিনের বেশিরভাগ সময় চলে যাচ্ছে তার!

জায়েদ খান জানান, নিউ ইয়র্ক ও ভার্জিনিয়ার দুই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। নিউ ইয়র্কের অনুষ্ঠানে সমালোচনার কবলেও পড়েন। তবে ভার্জিনিয়ার দর্শকেরা জায়েদের নাচ উপভোগ করেছেন।

সোমবার জায়েদ খানকে নায়াগ্রা জলপ্রপাতের নিকট দেখা যায়। এর আগেরদিনই ঢাকাই সিনেমার আরেক অভিনেত্রী পূজা চেরীকেও নায়াগ্রা জলপ্রপাতের নিকট দেখা গেছে। বিষয়টি কি কাকতালীয়? এমন প্রশ্নের জবাবে জায়েদ খান জানান, ‘তিনি ঘোরারই সময় পাচ্ছেন না। যুক্তরাষ্ট্রে যেখানে যাচ্ছেন সেখানেই মেয়েদের সঙ্গে ছবি তুলতে একটা বড় সময় চলে হয়ে যাচ্ছে।’

জায়েদের ভাষ্য, নায়াগ্রা জলপ্রপাতের কাছে পূজা চেরীর সঙ্গে তার দেখা হয়নি। তবে অন্যান্য অনেক মেয়ে তার সঙ্গে ছবি তুলেছে। এখানকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। যেখানেই যাচ্ছি মেয়েরা এসে জেঁকে ধরছে। প্রত্যেকেই আমার সঙ্গে ছবি তুলতে চায়। এককভাবে ছবি তোলে, তারপরে সবাই মিলে। এতো মেয়ের সঙ্গে ছবি তুলতে গেলে কত সময় খরচ হয়! অবশ্য আমার খারাপ লাগছে না। আমার সঙ্গে ছবি তুলে আনন্দ পেলে সেটা আমার জন্যও আনন্দের।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন