অক্ষয় কুমারের ছবি আটকে দিল সেন্সর বোর্ড

পদ্মাট্ইমস ডেস্ক: ভাগ্যটা অনেকদিন ধরেই সঙ্গ দিচ্ছে না অক্ষয় কুমারের। বলিউডের প্রথম সারির এই অভিনেতা একসময় বাস্তবিকই সুপারস্টার ছিলেন। তার প্রায় প্রতিটি ছবিই বক্স অফিসে ধামাকা করত। কিন্তু সেসব সুখের দিন এখন অতীত। বক্স অফিসে ফ্লপ তো হচ্ছেই, এবার আসন্ন ছবি ‘ওহ মাই গড-টু’ মুক্তির ঢের আগেই পড়ল বিপাকে।
ছবি ফ্লপ হলেও থেমে থাকতে দেখা যায়নি অক্ষয়কে। এখন বছরে একাধিক ছবি মুক্তি পায় তার। ‘ওহ মাই গাড’ তার ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য ছবি। বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল ছবিটি। শ্রীকৃষ্ণের ভূমিকায় অক্ষয়ের পারফরম্যান্স নজর কেড়েছিল দর্শকদের।
দীর্ঘ এক দশক অপেক্ষা করার পর অবশেষে আসছে ছবির সিক্যুয়েল ‘ওহ মাই গড-টু’। এবারেও ঈশ্বরের ভূমিকায় দেখা যাবে তাকে। তবে শ্রীকৃষ্ণ নয়, মহাদেবের ভূমিকায় অবতীর্ণ হবেন তিনি। সম্প্রতি ছবির টিজার প্রকাশ্যে এসেছে। দর্শকদের তরফে ভালো সাড়াও পেয়েছে টিজারটি। কিন্তু তারপরেই এল খারাপ খবর।
সেন্সর বোর্ডের তরফে বাধার মুখে পড়েছে সিনেমাটি। ছবির মুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে। ঠিক কী কারণে ছবিটি বাধার মুখে পড়েছে— তা এখনও স্পষ্ট নয়। এ ব্যাপারে বোর্ডের তরফেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
অমিত রায় পরিচালিত ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী ও ইয়ামি গৌতম। এখন পর্যন্ত ছবির ট্রেলার প্রকাশ করা হয়নি নির্মাতাদের তরফে। অক্ষয়ের আসন্ন ছবিগুলোর মধ্যে এটি বহু প্রতীক্ষিত ছবি এটি। আগামী ১১ আগস্ট মুক্তি পাওয়ার কথা।