তাহসানকে ‘আনফলো’ করলেন সৃজিত

পদ্মাটাইমস ডেস্ক : ‘ফেসবুকে তাহসানকে ফলো করেন সৃজিত’— এমন শিরোনামে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পরই তাহসানকে আনফলো করে দেন কলকাতার এই নির্মাতা।
বুধবার সকালে ফলো দেখালেও দুপুরের পর থেকে সৃজিত তাহসানকে ফলো করছেন না।
তাহসান অবশ্য এসবের মধ্যে নেই। তিনি মিথিলা বা সৃজিত কাউকেই ফলো করেন না। ফলো করছেন না অন্য কাউকেও। আর মিথিলা? মিথিলা ফলো করেন সৃজিত ও তাহসান দুজনকেই।
এর আগে টালিউডের পরিচালক সৃজিত মুখার্জি ফেসবুকে মাত্র একজনকেই ফলো করতেন, সেটি আর কেউ নন, তিনি হলেন তার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সাবেক স্বামী বাংলাদেশের সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
প্রসঙ্গত, তাহসান ও মিথিলা ২০০৬ সালে ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির এক মেয়ে রয়েছে। বিয়ের কয়েক বছরের মাথায় তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাইয়ে।
এরপর দুই বছর নানা খবর বেরিয়েছে মিথিলাকে নিয়ে। ছড়িয়েছে গুজবের অনেক ডালপালা। তবে মিথিলা সব গুজবের ইতি টানেন ২০১৯ সালের ৬ ডিসেম্বর সৃজিতকে বিয়ে করে।