তিলনা ইউপির ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহার উপজেলার তিলনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে।
সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালে ভোটগ্রহণের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেছে।
নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা হলেন-নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল মান্নান। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া মার্কা নিয়ে রায়হান কবির, আবু সাহরিয়ার সরদার আনারস মার্কা ও খাদিজা বেগম মোটরসাইকেল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৩০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৫৯৪ জন ও মহিলা ভোটার ৯ হাজার ৭০৮ জন। ইউনিয়নে ৯টি ভোটকেন্দ্রে ব্যালেটের মাধ্যমে নেওয়া হচ্ছে ভোট ।
এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে ভোটকেন্দ্র ও বাইরে পুলিশ, র্যাব, আনসার ও বিজিবির পাশাপাশি ৪জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
নওগাঁ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৯ এপ্রিল তিলনা ইউপির চেয়ারম্যান মোসলেম উদ্দিন মারা যান। এতে ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়।
এরপর নির্বাচন কমিশন চেয়ারম্যান পদের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে। সেই নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ।