বাদশাকে সাদা কাগজে স্বাক্ষর করতে বাধ্য করেন হানি সিং!

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩; সময়: ১:১১ pm | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক: হানি সিং, বাদশা— দুজনেই ভারতের প্রতিষ্ঠিত র‌্যাপার। একসময় কাছের বন্ধু ছিলেন তারা। একসঙ্গে গড়ে তুলেছিলেন গানের দল। তবে সেই সুসম্পর্ক এখন আর নেই। সম্প্রতি হানি সিংয়ের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনেছেন বাদশা। কানিয়েছেন, হানি সিং তাকে সাদা কাগজে স্বাক্ষর করতে বাধ্য করেছিল।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাদশা বলেন, ‘২০০৯ সালে থেকে শুরু হয় মতপার্থক্য। আমি অনেকবার হানির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু প্রতিবারই তিনি এড়িয়ে যেতেন। ফোন করলে ধরতেন না।

এরপর বাদশা বলেন, ‘শেষ পর্যন্ত হানি এতটাই আত্মকেন্দ্রিক হয়ে উঠলেন যে নিজের ক্যারিয়ার ছাড়া আর কিছুই ভাবতে পারছিলেন না। আমার মনে হয় তার এতটা আত্মকেন্দ্রিক হওয়ার দরকার ছিল না। মুখে আমাদের ভাই বলছেন, এদিকে আমাদের কাজকে প্রাধান্য দিতে চাইছেন না। শেষমেশ সব ছেড়েছুড়ে দিয়ে এখানে এসেছি।’

সবশেষে বাদশা জানান, হানি সিং একবার তাকে সাদা কাগজে স্বাক্ষর করতে বাধ্য করেন। ঘটনাটির পর মন উঠে যায় বাদশার। এরপর আর হানির সঙ্গে বন্ধুত্ব রাখেননি তিনি। ২০০৬ সালে ‘মাফিয়া মুন্ডের’ নামে একটি ব্যান্ড শুরু করেন তারা। মাঝের তিন বছর ঠিকঠাক চললেও ২০০৯ সাল থেকে শুরু অশান্তি। একটা সময় ভেঙে যায় সেই ব্যান্ড।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন