স্পেনের পর পর্তুগালে জমে উঠেছে আদিত্য-অনন্যার প্রেম

পদ্মাটাইমস ডেস্ক: বলিউডে প্রেমের খবর চাপা থাকে না। বিশেষ করে প্রেম করা দুই ব্যক্তি যদি করণ জোহরের ঘনিষ্ঠ হন। ‘কফি উইথ করণ’-এ আগেই এই প্রেমের আভাস মিলেছিল। একে-অপরকে নিয়ে কথা বলার সময় এই দুই তারকার মুখের হাসিও বুঝিয়ে দিচ্ছিল ডাল ম্যায় কুছ কালা হ্যায়। বুঝে গেছেন নিশ্চয়ই আদিত্য রায় কাপুর আর অনন্যা পাণ্ডের ব্যাপারে কথা হচ্ছে।
করণের ওই শোয়ে ফাঁস হয়েছিল আদিত্য-অনন্যার সম্পর্কের খবর। নতুন খবর হচ্ছে এবার দেশ-বিদেশে প্রেম করে বেড়াচ্ছেন আদিত্য-অনন্য। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
স্পেনের পর এবার তাদের দেখা গেল পর্তুগালে। যে ছবিটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে একটি রেস্তরাঁয় বসে আছেন অনন্য়া ও আদিত্য। সামনে ওয়াইনের গ্লাস। গল্পে একেবারে মশগুল।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অনন্যা ও আদিত্যর বাড়ি থেকে এই প্রেম নিয়ে কোনও আপত্তি নেই। দুই পরিরাবের লোকজনই চাইছেন এই প্রেমের পরিণতি যেন ঘটে ছাদনাতলায়। তবে অনন্য়া- আদিত্য় কিন্তু এখনই এসব চাইছেন না। বরং আপাতত এই সম্পর্ককে সময় দিতে চাইছেন। শোনা যাচ্ছে, সব ঠিকঠাক চললে, আগামী বছরের শেষের দিকে নাকি বাগদানও সারবেন অনন্যা ও আদিত্য। তবে এসব নিয়ে এখনই কিছু বলতে চাইছেন না তারা।
এর আগে অনন্যার সঙ্গে সম্পর্ক ছিল শাহিদ কাপুরের ভাই ইশান খট্টরের। এমনকি শাহিদদের পারিবারিক অনুষ্ঠানেও বেশ কয়েকবার দেখা গিয়েছিল অনন্যাকে। তবে সেই প্রেম বছরখানেকের বেশি টেকেনি।