‘ওটিটিতে স্বাধীনতার নামে অশ্লীলতা চালানো যাবে না’

পদ্মাটাইমস ডেস্ক: শুরু থেকেই ওটিটির সঙ্গে জড়িয়ে গেছে ‘অশ্লীলতা’ শব্দটি। ফলে গল্প দিয়ে বড়পর্দাকে বারবার টেক্কা দিলেও সমালোচনা তাদের পিছু ছাড়ছিল না। এবার বিষয়টি নিয়ে কথা বললেন ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি জানালেন, ওটিটিতে স্বাধীনতার নামে অশ্লীলতা চালানো যাবে না। গতকাল মঙ্গলবার ওটিটি মাধ্যম নেটফ্লিক্স ও হটস্টারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে এ কথা বলেন তিনি।
অনুরাগ এদিনের মিটিংয়ে বলেন, “ওটিটি প্ল্যাটফর্মগুলি বর্তমানে একটি গেম-চেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছে। এবং প্রতিভাবান নির্মাতাদের সুযোগ করে দিয়েছে বিশ্বব্যাপী তাদের কাজ প্রদর্শনের পথ প্রশস্ত করতে। তাই অনুরাগ ওটিটি-র প্রতিনিধিদের কাছে অনুরোধ করেন, ‘সৃজনশীল অভিব্যক্তি’-র ছদ্মবেশে যেন অশ্লীলতার অপব্যবহার করা না হয়।”
তিনি আরও বলেন, ‘ভারত একটি বৈচিত্র্যময় দেশ। ওটিটি অবশ্যই দেশের সম্মিলিত বিবেকের প্রতিফলন ঘটাবে এবং সব বয়সের মানুষের জন্য একটি সুস্থ বিনোদনের অভিজ্ঞতা প্রদান করবে। তবে প্ল্যাটফর্মগুলিকে অবশ্যই আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সংবেদনশীল হতে হবে। কারণ সৃজনশীলতাই ভারতের অর্থনীতিকে উন্মোচন করে।’
এ সময় বিভিন্ন ওটিটি মাধ্যমের প্রতিনিধিরা নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় এমন নির্মাণ থেকে বিরত থাকবেন বলে আশ্বস্ত করেন।