বিএসআরএম গ্রুপে চাকরির সুযোগ

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৩; সময়: ২:০৮ pm | 
খবর > চাকরি

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে একটি পদে দুই জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম : সহকারী নির্বাহী এইচআর।

পদ সংখ্যা : ২টি।

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর। এইচআরএমে পিজিডিএইচআরএম/এমবিএ থাকলে অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে।

প্রয়োজনীয় দক্ষতা : চমৎকার যোগাযোগ দক্ষতা। কম্পিউটার চালনায় এমএস অফিস প্রোগ্রামে বাংলা ইংরেজি টাইপিংয়ে ভালো, বাংলাদেশের শ্রম আইন ও লোক ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।

কাজের ধরন : প্রতিষ্ঠানের কর্মীদের প্রতি মাসের উপস্থিতি, ছুটি এবং বেতনের তথ্য সংগ্রহ ও যাচাই করা। কর্মীদের ব্যক্তিগত ফাইল বজায় রাখা। কর্মচারীদের ডাটাবেজ নিয়মিত আপডেট করা। নতুন যোগদানকারীদের পরিচয়পত্র প্রদান নিশ্চিত করুন।
কর্মসংস্থানের অবস্থা : পূর্ণকালীন।

কর্মক্ষেত্র : অফিসে।

প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা : প্রার্থীদের বাংলাদেশ শ্রম আইন, এইচআর অপারেশনস, এইচআরআইএস/এইচআর ডেটাবেস ম্যানেজমেন্ট করার অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানির গ্রুপ ও ম্যানুফ্যাকচারিংয়েও অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা : ২৫-৩৫ বছর। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন।

নিয়োগের স্থান : চট্টগ্রাম (মিরসরাই)।

সুযোগ-সুবিধা : কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

বেতন : আলোচনা সাপেক্ষে।

আবেদন পদ্ধতি : আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে https://bsrm.com/ এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ : ২৪ জুলাই, ২০২৩।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন