মা হতে চলেছেন স্বরা ভাস্কর

পদ্মাটাইমস ডেস্ক : স্বরা ভাস্কর বলিউড অভিনেত্রী। এই বলিউড অভিনেত্রী চলতি বছরের একদম শুরুতেই বহুদিনের বন্ধু ফাহাদ আহমেদকে আইনি বিয়ে করে রীতিমতো সকলকে চমকে দিয়েছিলেন।
তারপর রীতি মেনে সামাজিক বিয়েও করেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন মা হতে যাওয়ার খবর। এবার তিনি তার বেবি বাম্পের সঙ্গে ছবি পোস্ট করলেন।
বলা ভালো, একটি বুটিকের হয়ে বিজ্ঞাপন শুট করলেন সদ্য, সেটারই টুকরো ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। আর সেখানেই তাকে আপত্তিকর ভাষায় আক্রমণ করা হয়।
মাতৃত্বকালীন অবস্থা এমনই একটা সময়, যেখানে নানা অসুবিধার মধ্যে পড়তে হয় হবু মাকে। বিশেষ করে পোশাক নিয়ে। তো অনেককেই ঝামেলা পোহাতে হয়।
কিন্তু যদি আরামদায়ক পোশাক পাওয়া যায়? এবার ইনস্টাগ্রামে তিনি তেমনই কিছু মাতৃত্বকালীন পোশাকের ছবি শেয়ার করেছেন। জানিয়েছেন, সেই পোশাক যেমন স্বস্তিদায়ক তেমনই ফ্যাশনেবল।
তবে কেবল পোশাক নয়, স্বরাকে দেখে বেশ বোঝা গেল তিনি এই সময়টা দারুণভাবে উপভোগ করছেন। বেবি বাম্প শো করছেন। তার এই পোস্টে যেমন অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তেমন অনেকেই কটাক্ষ করেছেন।
এক ব্যক্তি তার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে লেখেন, কে আসছে কানহাইয়া কুমার? নাকি উমর? আরেক ব্যক্তি লেখেন, সন্ত্রাসবাদী আসতে চলেছে। আওরঙ্গজেব আসছে।
তবে অনেকে অবশ্যই ভালো ভালো কথাও লিখেছেন। এক ব্যক্তি লেখেন, অনেক শুভেচ্ছা নিও। আরেকজন লেখেন, ম্যাম ওর নাম ইব্রাহিম রাখবেন প্লিজ।
২০২৩ এর শুরুতে বিযয়ের পর জুন মাসে সন্তান আসার খবর প্রকাশ করেন স্বরা। লেখেন, কখনও কখনও তোমার সব প্রার্থনার উত্তর সৃষ্টিকর্তা একসঙ্গে দেন। কৃতজ্ঞ, খুশি, উচ্ছ্বসিত। আমরা একসঙ্গে নতুন জগতে পা রাখলাম।