ক্যামেরা দেখে মুখ লুকালেন অনন্যা, হাসছেন আদিত্য

পদ্মাটাইমস ডেস্ক : ডুবে ডুবে জল খাওয়ার দিন শেষ। আদিত্য-অনন্যার প্রেমকাহিনির চর্চা এখন বলিউডের সর্বত্র। এবার সম্ভবত জল্পনায় সিলমোহর। এর মাঝেই দুজনকে রাতে মুম্বাইয়ে এক গাড়িতে ঘুরতে দেখা গেল তাদের।
কালো গাড়িতে কাচ উঠানো। চালকের আসনে আদিত্য। পাশেই বসে অনন্যা। একে অপরের সঙ্গে গল্পে মশগুল। বৃষ্টির মৌসুমে রাতের শহরে সম্ভবত রোম্যান্টিক ড্রাইভে বেরিয়েছিলেন।
তবে সেখানেও পাপ্পারাজিদের হাত থেকে রেহাই পাননি দুই তারকা। স্পেন ও পর্তুগালের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই অবশ্য তাদের নিয়ে তক্কে তক্কে ছিলেন মায়ানগরীর ফটোশিকারিরা।
এবার রাতের মুম্বাইতে এক গাড়িতে দেখে সুযোগ বুঝেই ক্যামেরার শাটার ফেলতে আর দেরি করলেন না তারা। অভিনেত্রীকে বাড়িতে ফেরাতে যাচ্ছিলেন আদিত্য। তখনই পাপ্পারাজিরা উপস্থিত।
বৃষ্টিভেজা মায়ানগরীর রাতের রাস্তায় একসঙ্গে ফ্রেমবন্দি হলেন আদিত্য। আর পাপ্পারাজিদের ফটো তুলতে দেখেই লাজে রাঙা হয়ে তড়িঘড়ি হাত দিয়ে মুখ ঢাকতে দেখা গেল অনন্যাকে।
সেই ছবি এখন নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল।