ভক্তের বাবার জন্য অভিনেত্রীর প্রার্থনা

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩; সময়: ৪:১৭ pm | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক : মাস কয়েক হল ‘মিঠাই’ ধারাবাহিক শেষ। তবে ধারাবাহিকটির কলাকুশলীরা আজও দর্শকদের হৃদয় জুড়ে বসবাস করছে। বিশেষ করে মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডুর অসংখ্য ভক্ত তৈরি হয়েছে।

নায়িকার ভক্তরা তার একটু ঝলক পেতে রীতিমতো হা-পিত্যেশ করে অপেক্ষা করে। দর্শক মনে যেন আলাদাই জায়গা করে নিয়েছেন তিনি।

ছোটপর্দার সব নায়িকাদের তুলনায় সৌমির খ্যাতি সবথেকে বেশি। তিনি শুধুই ভক্তদের কাছে ভালোবাসা পান তা নয়, সেই ভালোবাসা সকলের মধ্যে ছড়িয়েও দেন।

কারণ মাঝে মধ্যেই অনুরাগীদের শেয়ার করা নানা ছোটখানো মিঠাই-মোমেন্ট নিজের ইনস্টা স্টোরিতে ভাগ করে নেন অভিনেত্রী। তবে এবার তিনি যা করলেন, তাতে বিশেষ প্রশংসার দাবি রাখেন।

সম্প্রতি সৌমিতৃষাকে এক ভক্ত সমাজমাধ্যমে লিখে জানান, তার বাবা ভীষণ অসুস্থ। কোমায় আছেন।

তার জন্য প্রার্থনা করতে বলেন। জবাবে অভিনেত্রী লিখলেন, অবশ্যই। বাবা লোকনাথকে বলো সব বিপদ দূর হয়ে যাবে। আমি প্রার্থনা করব। বাবা সুস্থ হয়ে যাবেন সোনা।

এরপর সেই ভক্ত আরও লেখেন, তুমি যে প্রার্থণা করেছ এটাই অনেক। আসলে আমি তো খুব ছোট বয়সে মাকে হারিয়েছি। বাবাইকে ছাড়া থাকার কথা কখনও ভাবিইনি।

সৌমিতৃষার এহেন প্রতিক্রিয়া ভক্তদের মন ফের জয় করে ফেলল। নেটপাড়ার সবাই তার প্রশংসা করছেন। অনেকের মতে, তিনি খুব নরম মনের মানুষ। সেকারণে ভক্তের বাবার জন্য এভাবে প্রার্থনা করেছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন