মহানায়ক সম্মাননা পাওয়ায় ট্রলের মুখে শ্রাবন্তী-শুভশ্রী-অঙ্কুশরা

পদ্মাটাইমস ডেস্ক : মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী ছিল সোমবার (২৪ জুলাই)। দিনটিকে প্রতি বছর নির্বাচন করা হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফে মহানায়ক সম্মান দেওয়ার জন্য।
বিনোদন জগতের শিল্পীদের বেছে নেওয়া হয় তাদের হাতে উত্তম কুমারের নামে নামাঙ্কিত এই পুরস্কার তুলে দেওয়ার জন্য।
এ বছরেও টলিউডের একগুচ্ছ তারকা পেলেন এই সম্মাননা। তালিকায় নাম রয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কোয়েল মল্লিক ও অঙ্কুশ হাজরার।
এখন আর অভিনয় না করলেও মহানায়ক সম্মান উঠেছে তৃণমূল ঘনিষ্ঠ সায়ন্তিকার হাতেও। পাশাপাশি এ বছরে বিশেষ চলচ্চিত্র সম্মান পেয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও সোহিনী সরকারও।
রাজ্য সরকারের কোনো পুরস্কার প্রদান মঞ্চে এই দুটি নাম নতুনই বলা চলে। এ ছাড়াও বিশেষ চলচ্চিত্র সম্মান পেয়েছেন পরিচালক হরনাথ চক্রবর্তীও।
পুরস্কার প্রাপকদের তালিকা দেখে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রল। শ্রাবন্তী, শুভশ্রী কী এমন সিনেমা করেছেন যে মহানায়ক সম্মান দেওয়া হলো তাদের? প্রশ্ন নেটিজেনদের একাংশের।
অনেকে এ-ও প্রশ্ন করেছেন, সায়ন্তিকা দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন। এখন রাজনৈতিক মঞ্চেই বেশি দেখা যায় তাকে। তাহলে তিনি কী হিসেবে মহানায়ক সম্মান পেলেন?
গত বছর নুসরাত জাহানের মহানায়ক সম্মান পাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। তার অভিনীত ছবিগুলোর নাম নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন, মহানায়ক উত্তম কুমারের নামাঙ্কিত একটি পুরস্কার নেওয়ার মতো যোগ্যতা কি রয়েছে তার?
যদিও এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সকলকে সম্মান দেওয়া হয়েছে। কাউকেই বাদ দেওয়া হয়নি। যারা যোগ্য সকলকেই মহানায়ক সম্মান দেওয়া হবে।