ডেঙ্গুর যেসব উপসর্গে হাসপাতালে নিতে হবে রোগীকে

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩; সময়: ১২:১৭ pm | 
খবর > স্বাস্থ্য

পদ্মাটাইমস ডেস্ক : দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের সংক্রমণ অব্যাহত রয়েছে। সংক্রমণের পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে মৃত্যুর ঘটনা। চলতি বছরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে আগের সব বছরের রেকর্ড ভেঙেছে।

এ অবস্থায় দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। রোগীদের শয্যা নিশ্চিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।

ডেঙ্গু হলেই হাসপাতালে ভর্তি হতে হবে এমনটা নয়। ডেঙ্গুতে আক্রান্ত একজন ব্যক্তি বাড়িতে অবস্থান করেই সম্পূর্ণ সুস্থ হতে পারে বলে মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

তবে বাড়িতে অবস্থানকালে রোগীদের কিছু সাবধানতা ও লক্ষণের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। স্বাস্থ্য অধিদফতর এসব লক্ষণকে বিপদ চিহ্ন হিসেবে উল্লেখ করেছে।

বিপদ চিহ্নগুলো হলো :

১. পেটে ব্যথা অনুভব করা;

২. অত্যধিক পানির পিপাসা থাকা;

৩. ঘনঘন বমি বা বমি বন্ধ না হওয়া;

৪. রক্ত বমি বা কালো পায়খানা হওয়া;

৫. দাঁতের মাড়ি থেকে রক্তপাত;

৬. ছয় ঘণ্টার বেশি সময় প্রস্রাব না হওয়া;

৭. প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভব করা;

৮. অত্যধিক শারীরিক দুর্বলতা অনুভব করা;

৯. শরীরের তাপমাত্রা অস্বাভাবিক কমে যাওয়া;

এছাড়া গর্ভবতী মা ও শিশু, ডায়াবেটিস, কিডনি রোগ, লিভার ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা ডেঙ্গুতে আক্রান্ত হলে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন