হিরো আলমকে প্রাণনাশের হুমকি

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩; সময়: ১২:২০ pm | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক : মোবাইলে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

এ ঘটনায় সোমবার (২৪ জুলাই) রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেছেন আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর।

থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আওলাদ হোসেন। তিনি জানান, আদালতের অনুমতি সাপেক্ষে এ বিষয়ে তদন্ত ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে সোমবার (২৪ জুলাই) রাতে মোবাইলে কল করে অজ্ঞাত এক ব্যক্তি হিরো আলমকে হুমকি দেয়। এ সময় তাকে বলা হয়, সাত দিনের মধ্যে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে।

সাধারণ ডায়েরিতে হিরো আলম উল্লেখ করেন, বর্তমান ঠিকানার বাসায় অবস্থানকালে আমার ব্যক্তিগত মোবাইল নম্বরে রাত ৯:৪৩, ৯:৫৪, ১১:১৮ মিনিটে অজ্ঞাত ব্যক্তি, যার মোবাইল নং 01323792… হতে কল দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ আমাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে।

আমি তাকে গালিগালাজ করতে নিষেধ করলে, সে আগামী সাত দিনের মধ্যে আমাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে বলে পুনরায় হুমকি প্রদান করে। এতে আমি শঙ্কিত।

থানার সামনে সাংবাদিকদের হিরো আলম জানান, ফোনে তার কাছে জানতে চাওয়া হয়েছে যে, কেন তিনি ফোন করা ব্যক্তির ভাইয়ের বিরুদ্ধে ডিবির কাছে অভিযোগ করেছেন। ৭ দিনের মধ্যে তাকে ‘শিক্ষা দেবে’ বলেও ফোনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিন স্বতন্ত্রপ্রার্থী হিরো আলমের ওপর হামলা চালানো হয়।

এই ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন