২২ হাজার বেতনে জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি
পদ্মাটাইমস ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে ১০০টি ইউনিয়ন পরিষদের শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। জেলার স্থায়ী বাসিন্দারা অনলাইনের মাধ্যমে এসব পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম : হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা : ১০০টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
এছাড়া প্রার্থীকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা ২০ শব্দ ইংরেজি ২০ শব্দ থাকতে হবে।
বয়সসীমা : ২৫ জুলাই তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি : প্রার্থীকে আবেদনের সময় পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ্ধতিতে পাঠাতে হবে।
আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীদের কার্যালয়টির http://dcbb.teletalk.com.bd/ এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২৫ আগস্ট, ২০২৩।