এবার কলকাতায় দেখা যাবে শাকিবের ‘প্রিয়তমা’ ও ‘গলুই’

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩; সময়: ১২:১২ pm | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক : দেশের প্রেক্ষাগৃহে বাজিমাত করেছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা। এ ছাড়া কানাডা ও আমেরিকায়ও দর্শকের মাঝে সাড়া ফেলেছে এটি।

কাজের সূত্র ধরে পশ্চিমবঙ্গে ঢালিউড কিংয়ের অসংখ্য অনুরাগী আছেন। প্রিয় তারকার এই সিনেমাটি দেখার জন্য তারা মুখিয়ে আছেন। যদিও তাদের কথা ভেবে এই ছবি রাজ্যটিতে বাণিজ্যিকভাবে মুক্তির পরিকল্পনা করেননি প্রযোজক।

তবে কলকাতার শাকিবিয়ানরা এটা জেনে খুশি হবেন যে, শিগগিরই ‘প্রিয়তমা’ দেখার সুযোগ পাবেন তারা। কী বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে চলুন তাহলে বিস্তারিত বলা যাক।

শনিবার (২৯ জুলাই) থেকে কলকাতায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর। সেখানে তারা সিনেমাটি দেখার সুযোগ পাবেন।

এবারের উৎসবে ৪৫টি পূর্ণদৈর্ঘ্য, দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তিনটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ‘প্রিয়তমা’ ছাড়াও সেখানে দেখানো হবে আফরান নিশো ও তমা মির্জার ‘সুড়ঙ্গ’, অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ ও মাহফুজ আহমেদ-বুবলীর ‘প্রহেলিকা’। সবগুলো সিনেমাই ঈদুল আজহায় মুক্তি পেয়েছে।

এ ছাড়া গত বছর কলকাতায় ঝড় তোলা চঞ্চল চৌধুরীর ‘হাওয়া’ সিনেমাটিও দেখানো হবে। সেই তালিকায় আছে বিদ্যা সিনহা মিমের ‘পরাণ’।

আরও প্রদর্শিত হবে— ‘রিকশা গার্ল’, ‘জেকে-৭১’, ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘রেডিও’, ‘১৯৭১-এর সেইসব দিন’, ‘নকশিকাঁথার জমিন’, ‘শ্যামা কাব্য’, ‘দুঃসাহসী খোকা’, ‘সাঁতাও’, ‘শ্রাবণ জোছনায়’, ‘গুণিন’, ‘বিউটি সার্কাস’, ‘দামাল’, ‘পায়ের তলায় মাটি নাই’, ‘পাপ-পুন্য’, ‘মা’, ‘দেশান্তর’, ‘স্ফুলিঙ্গ’, ‘চিরঞ্জীব মুজিব’, ‘বিক্ষোভ’, ‘রেহানা মরিয়ম নূর’, ‘নোনা জলের কাব্য’, ‘মৃধা বনাম মৃধা’, কুড়া পক্ষির শূণ্যে উড়া’, ‘গলুই’, ‘গণ্ডি’, ‘ন-ডরাই’, ‘আলফা’, ‘পুত্র’, ‘আয়নাবাজি’, ‘দেবী’ ও ‘গেরিলা’।

প্রামাণ্যচিত্র বিভাগে দেখানো হবে ‘হাসিনা: আ ডটারস টেল’, ‘অবিনশ্বর’, ‘একটি দেশের জন্য’ ও ‘কাঙাল হরিনাথ’। আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুটি হলো— ‘ওমর ফারুকের মা’ ও ‘ধর’।

বাংলাদেশ সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় এই উৎসব অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ।

এ ছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী তথা নাট্যকার ব্রাত্য বসু এবং বিশেষ অতিথি হিসেবে পরিচালক গৌতম ঘোষ উপস্থিত থাকবেন। ফেরদৌস ও অপু বিশ্বাসের থাকারও কথা আছে।

কলকাতার নন্দন-১ ও নন্দন-২ প্রেক্ষাগৃহে ২৯ জুলাই থেকে ৩১ শে জুলাই দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে চলচ্চিত্র উৎসব। তবে সেখানে সিনেমা দেখার জন্য টিকিটের কোনো বিক্রয়মূল্য নেই।

ফ্রি পাস পাওয়া যাবে। সেগুলো সংগ্রহ করা যাবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন