আসছে ধোনির প্রথম সিনেমা

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩; সময়: ১:২৭ pm | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক : ‘আসছে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির প্রথম ছবি’– খবরটা রীতিমতো চমকে দেওয়ার মতো, যা নিয়ে এখন অনেকের প্রশ্ন– ধোনি কি তাহলে ক্রিকেট ছেড়ে সিনে দুনিয়ায় পা রাখছেন?

খবর হলো, ক্রিকেট না ছাড়লেও সিনে দুনিয়ায় সত্যি পা রেখেছেন তিনি। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে।

সম্প্রতি খুলেছেন ধোনি এন্টারটেইনমেন্ট নামের প্রযোজনা প্রতিষ্ঠান। যেখানে প্রযোজকের দায়িত্ব পালন করছেন তাঁর স্ত্রী সাক্ষী ধোনি।

অবাক করা বিষয় হলো, বিষয়টি নিয়ে এতদিন সংবাদমাধ্যমে মুখ খোলেননি ধোনি ও সাক্ষী।

সিনেমা নির্মাণ শেষ করেই বিষয়টি খোলাসা করেছেন। জানিয়েছেন, আগামী ২৮ জুলাই মুক্তি পাচ্ছে ধোনি এন্টারটেইনমেন্টের প্রথম ছবি ‘এলজিএম’ অর্থাৎ ‘লেটস গেট ম্যারিড’।

তেলেগু ভাষায় নির্মিত এই ছবির প্রধান দুই চরিত্রে হরিশ কল্যাণ ও ইভানা। এছাড়াও পার্শ্ব চরিত্রে আছেন অভিনেত্রী নাদিয়া, যোগী বাবু, মির্চি বিজয় প্রমুখ।

ছবিটি পরিচালনা করেছেন রমেশ থামিলমানি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন