বঙ্গবন্ধু ও রাষ্ট্রপতিকে অবমাননার অভিযোগে রাবি অধ্যাপকের শাস্তি দাবি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩; সময়: ৩:৫১ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক, রাবি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার অভিযোগ এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক আলপনা তালুকদারের শাস্তির দাবি জানানো হয়েছে।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের শিক্ষক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপদগামী সেনা সদস্যদের হাতে মহান স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন। যা কোটি কোটি বাঙালির হৃদয়ে আজও রক্তক্ষরণ করে।

কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের শিক্ষক অধ্যাপক আলপনা তালুকদার তার নিজস্ব ফেসবুক একাউন্ট থেকে গত ৪ জুলাই ১৫ আগস্টের সেই হৃদয়স্পর্শী, ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকান্ডকে অত্যন্ত ব্যঙ্গ-বিদ্রুপ, হাস্য-রসাত্মক ও আনন্দের সাথে উপস্থাপন করেছেন এবং এই হত্যাকান্ডকে পরোক্ষভাবে বৈধ বলে স্বীকৃতি দেওয়ার অপপ্রয়াস চালিয়েছেন।

যার মাধ্যমে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা, ইতিহাসের মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করেছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে।

এমনকি এ অধ্যাপক গত ২১ জুন একই একাউন্টে রাষ্ট্রপতিকে নিয়ে অভ্যস্ত কুরুচিপূর্ণ ও ধৃষ্টতামূলক মন্তব্য করেছেন। এমন ধৃষ্টতামূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে তার শাস্তির দাবি জানানো হয়।

এ ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক আলপনা তালুকদার কোন কথা বলতে রাজি হননি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন