অ্যাকশন সিনেমায় অভিনয় করবেন ধোনি
পদ্মাটাইমস ডেস্ক : ভারতের জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই ক্যামেরার সামনে সাবলীল মহেন্দ্র সিংহ ধোনি। একের পর এক বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। হয়েছেন বহু ব্র্যান্ডের অ্যাম্বাসাডরও।
তবে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তাকে খুব একটা প্রকাশ্যে দেখা যায় না। বরং এ থেকে বেরিয়ে পা রেখেছেন সিনেমা দুনিয়ায়।
তার প্রযোজিত প্রথম তামিল সিনেমা ‘এলজিএম’ আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে। তবে গোটা বিষয়টিই সামলাচ্ছেন তার স্ত্রী সাক্ষী ধোনি। যেখানে খোদ নিজের স্ত্রী প্রযোজক, সেখানে কি ফের আবার ক্যামেরার সামনে দেখা যাবে ধোনিকে?
বিজ্ঞাপনে অভিনয়ের সুবাদে ক্যামেরার সামনে বরাবরই সপ্রতিভ ধোনি। তাই ক্রিকেট থেকে অবসরের পর তিনি সিনেমা করতে পারেন বলে সম্প্রতি গুজব রটেছে।
আর সেই জল্পনায় আরও ধোঁয়া দিয়েছে তার প্রযোজনায় আসা। কিন্তু ধোনি আদৌ সিনেমায় অভিনয় করবেন কি না, সেই প্রশ্নের জবাবে স্ত্রী সাক্ষী কী বলছেন?
নতুন ছবির প্রচারে তিনি বলেন, ‘ক্যামেরার সামনে ধোনি খুব সাবলীল। তাই কোনো ভাল চিত্রনাট্য ও চরিত্রে কাজ করার প্রস্তাব যদি ও পায়, তাহলে অভিনয়ের কথা ভেবে দেখতে পারে।’
অনেক ক্রিকেটারই আছেন, যারা ক্যামেরার সামনে যেতে একটু ঘাবড়ে যান। লজ্জাও পান। কিন্তু ধোনি তেমনটা না, বলেন সাক্ষী। কিন্তু ঠিক কোন ধরনের ছবিতে অভিনয় করতে পারেন মাহি?
প্রশ্নের জবাবে বিন্দুমাত্র সময় না নিয়ে সাক্ষী বলেন, ‘অ্যাকশন! ধোনি সব সময়ে ওই মুডেই থাকে। ক্রিকেট মাঠে ও ক্যাপ্টেন কুল হলেও এংগ্রি ইয়াংম্যান চরিত্রে দারুণ অভিনয় করতে পারবে।’
তবে ধোনি আদৌ সিনেমায় নামতে চান কি না, সে বিষয়ে তিনি নিজে এখনও মুখ খোলেননি। যদিও তিনি সত্যিই সিনেমা করেন, তাহলে বক্স অফিস মাত করবে— এটা সহজেই অনুমেয়।