অধিকাংশ নারী স্বামীকে এই ৫টি মিথ্যা বলেন

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৩; সময়: ১১:১৪ am | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক : স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা স্বচ্ছতা থাকা উচিত। তবে বিয়ে হয়ে গিয়েছে বলেই যে স্ত্রী আপনাকে সব বিষয়ে সত্যি কথা বলবেন, এই আশা ভুলেও করবেন না। নারীদের মনের অন্দরটা মারিয়ানা খাদের থেকেও গভীর।

তাদের মস্তিষ্কের এই অংশে সূর্যলোকই পৌঁছাতে পারে না, আর আপনি তো কোন ছাড়। তাই জেনে রাখুন, চার-হাত এক হয়ে যাওয়ার পরও নারীরা তাদের স্বামীর থেকে কিছু বিষয় মনে-প্রাণে লুকিয়ে রাখেন।

তারা চান না যে জীবনে তাদের সিক্রেট আর অন্য কেউ জেনে যাক। তাই বিয়ের পরও স্ত্রীর মনের কূল-কিনারা খুঁজে পান না অনেক পুরুষ।

১. সঞ্চয়ের তথ্য দিতে নারাজ

আপনার স্ত্রী কি চাকরি করেন? উত্তর যদি হ্যা হয়, তাহলে তাকে একবার নিজের সঞ্চয় সম্পর্কে জিজ্ঞেস করেই দেখুন না হয়।হলফ করে বলতে পারি, ১০০-এর মধ্যে ৯০ শতাংশ নারীই প্রথমত এই নিয়ে মুখ খুলতে চাইবেন না।

আর যদিও বা মুখ খোলেন, তাহলেও মিথ্যে বলবেন। অর্থাৎ তাদের সঞ্চয় সম্পর্কে আপনি সঠিক খবর কোনও মতেই পাবেন না। এটাই বেশিরভাগ নারীর প্রকৃতিদত্ত স্বভাব। তাই এই নিয়ে তাদের বেশি না ঘাঁটানোই মঙ্গল। এতে সমস্যা বাড়বে বই কমবে না।

২. পুরনো প্রেম নিয়ে মুখে কুলুপ আঁটেন

নারীরা মনের সিন্দুকে অনেক গোপনীয় তথ্য চাবি দিয়ে বন্ধ করে রাখেন। বিশেষ করে, পুরনো ঘনিষ্ঠ প্রেম নিয়ে তারা বেশিরভাগ সময় মুখ খুলতে চান না। আর একান্তই যদি তাদের এই বিষয় নিয়ে মুখ খোলার জন্য জোরাজুরি করা হয়, তাহলেও তারা সবটা খুলে বলার পক্ষপাতি নন।

বরং অধিকাংশ ক্ষেত্রেই তারা নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে গল্প শুনিয়ে দেন স্বামীকে। এটাই তাদের প্রবৃত্তি। তাই এই নিয়ে কথা বলার সময় সতর্ক হন।

৩. রাগ নিয়ে চুপচাপ​

নারীদের মধ্যে অনেকেই একটু চুপচাপ স্বভাবের হন। তারা খারাপ-ভালো কিছুই সেভাবে সকলের সামনে প্রকাশ করতে চান না। এমনকী স্বামীর কোনো কথা বা ব্যবহার খারাপ লাগলেও তারা সেটা মুখে বা ব্যবহারে প্রকাশ করেন না।

আর হঠাৎ করে স্ত্রীর ব্যবহারে বদল দেখে যখন স্বামীরা তাদের অর্ধাঙ্গীনিকে সমস্যার কথা জিজ্ঞেস করেন, তখনও তারা সদুত্তর দেন না। বরং কিছুই হয়নি বলে প্রসঙ্গ ঘোরাতে চান। অর্থাৎ এই বিষয়ে তারা মুখে এক আর কাজে একে বিশ্বাসী।

৪. ভালোবাসায় খেদ নেই​

অনেক নারী তার স্বামীর মন রাখার জন্য অনেক মিথ্যে কথা বলে থাকেন। এমনকী তাদের ভালোবাসার শব্দেও মেশানো থাকে পানি। হয়তো তিনি আপনার সামনে বলছেন যে, তোমাকে তোমার মতো করেই আমি প্রচণ্ড ভালোবাসি।

কিন্তু তার মনের ভিতরে ঢুঁ মারলে বুঝবেন, সেখানে অন্য ভাবনার দোলা লাগছে। হয়তো তিনি আপনার মধ্যে বদল দেখতে চান, কিন্তু মুখে বলতে পারছেন না। আর এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে।

৫. শরীর নিয়ে মিথ্যের ফুলঝুরি

নারীরা শরীর নিয়ে একবারেই সচেতন নন। তাই তারা একাধিক শারীরিক সমস্যার কবলে পড়লেও মুখে রা কাটেন না। এমনকী স্বামী যখন তাকে শারীরিক সমস্যার কথা জিজ্ঞেস করেন, তখনও তারা মুখ ফুটে কিছু বলতে চান না।

একমাত্র সমস্যা হাতের বাইরে বেরিয়ে গেলেই তারা বিষয়টি নিয়ে কথা তোলেন। তাই প্রত্যেক পুরুষকেই তাঁর স্ত্রীর শরীরের দিকে বিশেষ নজর দিতে হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন