প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে চাকরির সুযোগ

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৩; সময়: ১:৪৩ pm | 
খবর > চাকরি

পদ্মাটাইমস ডেস্ক : দেশের তালিকাভুক্ত বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি পদে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম : অফিসার/অ্যাসোসিয়েট।

পদ সংখ্যা : ৪টি।

শিক্ষাগত যোগ্যতা : বিবিএ ডিগ্রি।

কাজের ধরন : বরাদ্দকৃত প্রতিটি কাজ সম্পন্ন করা এবং প্রতিনিধিদের কার্যক্রমে সহায়তা করা। অভিজ্ঞ কর্মীদের কাছ থেকে পর্যবেক্ষণ এবং শেখা। বিস্তারিত নোট নেওয়া এবং ম্যানেজার, সুপারভাইজার এবং অন্যান্য সিনিয়র কর্মীদের সাথে যোগাযোগ করা।

চাকরির ধরন : পূর্ণকালীন।

নিয়োগের স্থান : ঢাকা।

কর্মক্ষেত্র : অফিস।

বয়সসীমা : ২০-৩৩ বছর।

আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা : প্রার্থীর চমৎকার বিশ্লেষণী দক্ষতা থাকতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। টিমওয়ার্ক, সমস্যা সমাধান, শেখার তৎপরতা এবং কৌশলগত মানসিকতা সম্পন্ন হতে হবে।

অভিজ্ঞদের পাশাপাশি নবীনদের মধ্যে যাদের চমৎকার লেখা-যোগাযোগ দক্ষতা এবং বীমা খাতে কাজ করার প্রেরণা আছে এমন প্রার্থীদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।

আবেদন পদ্ধতি : বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে ও আবেদন করতে https://www.pragatilife.com/ এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ : ১৫ আগস্ট, ২০২৩।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন