রাবিতে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ৬

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আরও দুজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে গত দুই সপ্তাহে আক্রান্ত সংখ্যা ছয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের পরিচালক ডা. তবিবুর রহমান শেখ তথ্যটি নিশ্চিত করেছেন।
পরিচালক জানান, ডেঙ্গু হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে শরীরে মশা যেন না কামড়ায় সে ব্যবস্থা করতে হবে। বেশি বেশি তরল জাতিয় খাবার খেতে হবে।
তাছাড়া ডেঙ্গু রোগীর প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা এই মেডিকেল সেন্টারে আছে। তাই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মেডিকেল সেন্টারের তথ্যমতে, গত ২০ থেকে ২৭ জুলাই পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা হয়েছে ৭৮টি। এদের মধ্যে আজকে ২ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে তারা উভয়ই ঢাকা ফেরত। এরআগে ৪ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ক্যাম্পাসে ডেঙ্গু নিরোধনে গত ২১ জুলাই থেকে কাজ শুরু করেছে প্রশাসন। ক্যাম্পাসে মশা নিরোধক কার্যক্রম পরিচালনার পাশাপাশি আবাসিক হল ও একাডেমিক ভবনের ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে। শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও প্রচারণার লক্ষ্যে ২-দফা সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম জানান, ডেঙ্গু থেকে শিক্ষার্থীরা যাতে নিরাপদে থাকতে পারে, সেজন্য সর্বাত্মক প্রস্তুতি অব্যাহত রয়েছে। তাই সকলকে সচেতন হওয়ার কথা জানান তিনি।