প্রমি এগ্রো ফুডসে চাকরি করতে চান?

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৩; সময়: ১২:১৯ pm | 
খবর > চাকরি

পদ্মাটাইমস ডেস্ক : প্রমি এগ্রো ফুডস লিমিটেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে একটি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করতে হবে।

পদের নাম : নির্বাহী (অভ্যন্তরীণ নিরীক্ষা)।

পদ সংখ্যা : নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা : স্বনামধন্য সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে অনার্স/মাস্টার্স। সিএ/সিসি থাকতে হবে।

কাজের ধরন : লেনদেনের নির্ভুলতা নিশ্চিত করতে সব ধরনের বিল, ভাউচার পরীক্ষা ও যাচাই করা। অ্যাকাউন্টিং নথি, আর্থিক নথিগুলো বিশ্লেষণ এবং মূল্যায়ন করা। অডিট রিপোর্ট প্রস্তুত করা এবং প্রতিবেদনটি সংশ্লিষ্ট ব্যবস্থাপকের সাথে শেয়ার করা।

চাকরির ধরন : পূর্ণকালীন।

কর্মক্ষেত্র : অফিস। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এ পদের জন্য আবেদন করতে পারবেন।

নিয়োগের স্থান : ঢাকা (উত্তর খান)।

প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা : আগ্রহী প্রার্থীকে অ্যাকাউন্টস, অডিট, অভ্যন্তরীণ নিরীক্ষা, প্রকিউরমেন্ট, ট্যালি সফ্টওয়্যারে দক্ষ হতে হবে। রিপোর্টিং এবং পরিমাণগত বিশ্লেষণী ক্ষমতা থাকতে হবে।

বেতন : আলোচনা সাপেক্ষে।

সুযোগ-সুবিধা : মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস। এছাড়া কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি : বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে https://jobs.bdjobs.com/ এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ : ১০ আগস্ট, ২০২৩।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন