এসএসসি পরীক্ষায় চমক দেখাল যমজ ৩ ভাইবোন

পদ্মাটাইমস ডেস্ক : দিনাজপুরের বিরামপুর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর (সাঁওতাল) যমজ তিন ভাইবোন এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে এলাকায় চমক সৃষ্টি করেছে।
জানা গেছে, বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের জোহানেস মুর্মু বাবলু ও সোহাগিনি হাঁসদার ঘরে একসঙ্গে জন্ম নেয় এক পুত্র ও দুই কন্যাসন্তান। ছেলে লাসার সৌরভ মুর্মু ও মেয়ে মারতা জেনিভিয়া মুর্মু এবং মেরি মৌমিতা মুর্মু দারিদ্র্যতার সংসারে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করছিল। এবারের এসএসসি পরীক্ষায় তারা তিনজনে অংশগ্রহণ করে এবং প্রকাশিত ফলে তারা তিনজনই জিপিএ-৫ অর্জন করেছে।
তাদের মধ্যে ভাই সৌরভ প্রকৌশলী ও দুই বোন ডাক্তার হতে চায়। তাদের ফলে উচ্ছ্বসিত বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন তার পরিবারের সঙ্গে দেখা করে লেখাপড়া চালিয়ে যাওয়ার উৎসাহ প্রদান করেছেন।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন বলেন, জিপিএ-৫ পাওয়া জমজ তিন ভাইবোনের উচ্চশিক্ষার জন্য কোনো প্রতিবন্ধকতা থাকলে প্রশাসনের পক্ষ থেকে তাদের সহায়তা করা হবে।