বিএনপির ১২২ নেতাকর্মী কারাগারে, রিমান্ডে ২৫

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৩; সময়: ১০:৫৪ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকায় অবস্থান কর্মসূচি থেকে সংঘাতের ১১ মামলায় বিএনপির ১২২ নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ২৫ জনকে বিচারক এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন।

শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ধোলাইখাল, মাতুয়াইল, উত্তরায় সংঘর্ষের পর এই ১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়।

সংঘাতের ঘটনায় সাতটি থানায় মোট ১১টি মামলা হয়। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার এই ১৩৭ জনকে ঢাকার কয়েকটি মহানগর হাকিম আদালতে তোলা হলে রিমান্ড ও কারাগারে পাঠানোর আদেশ হয় বলে আদালত পুলিশ ও বিএনপির আইনজীবীরা জানান।

সূত্রাপুর থানার মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ পাঁচজনকে একটি আদালতে হাজির করা হয়। আজাদকে কারাগারে পাঠান হলেও অন্য চারজনকে একদিনের রিমান্ডে দেওয়া হয়।

উত্তরা পশ্চিম থানার তিন মামলায় ৩৩ জন, দারুসসালাম থানার এক মামলায় ৫২ জন, কদমতলী থানার এক মামলায় ২ জন, শ্যামপুর এক থানার মামলায় ২ জন ও বংশাল থানার এক মামলায় ৫ জনকে কারাগারে পাঠান হয়েছে।

যাত্রাবাড়ী থানার দুই মামলায় ১৬ জনের একদিনের রিমান্ড ও দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ হয়েছে। উত্তরা পূর্ব থানায় দুই মামলায় ২২ জনকে হাজির করা হয়। তাদের আটজনকে রিমান্ডে পাঠান হয়েছে। ১৪ আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়ে কারাগারে পাঠান হয়েছে।

আদালতে বিএনপির নেতা-কর্মীদের পক্ষে শুনানি করেন ইকবাল আহমেদ, কালাম খান, নুরুজ্জামান তপন, ৈসয়দ জয়নুল আবেদীন মেজবাহ, মহিউদ্দিন চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ।

সংঘাত ঘিরে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের উপর হামলা ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে নয়টি থানায় মোট ১৩টি মামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে ১১টি মামলায় বাদী হয়েছে পুলিশ, দুটি দুজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি।

বংশাল, সূত্রাপুর, দারুস সালাম, ডেমরা, বিমানবন্দর ও কদমতলী থানায় একটি করে; যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিম থানায় দুটি করে এবং উত্তরা পূর্ব থানায় তিনটি মামলা হয়েছে। দারুস সালাম থানার মামলায় ৫২ জন আসামি। ডেমরা থানার মামলায় আসামি ১০৭ জন, তার মধ্যে প্রধান আসামি বিএনপি নেতা নবীউল্লাহ নবী।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন