অফিসার নিয়োগ দেবে ওয়ান ব্যাংক

প্রকাশিত: আগস্ট ১, ২০২৩; সময়: ১১:২৬ am | 
খবর > চাকরি

পদ্মাটাইমস ডেস্ক : ওয়ান ব্যাংকে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে একটি শূন্যপদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে অভিজ্ঞদের পাশাপাশি ফ্রেশারদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।

পদের নাম : ট্রেইনি বিজনেস ডেভেলপমেন্ট অফিসার থেকে সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার।

পদ সংখ্যা : নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক/মাস্টার্স।

কাজের ধরন : সংশ্লিষ্ট অঞ্চলের সব বিক্রয় লক্ষ্য অর্জনের জন্য দায়বদ্ধ। ব্র্যান্ড সচেতনতা বাড়াতে আয়োজিত বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ নেওয়া। ক্লায়েন্টের সঙ্গে দৃঢ় যোগাযোগ বজায় রাখা।

চাকরির ধরন : চুক্তিভিত্তিক।

বয়সসীমা : ২৫-৩২ বছর।

প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা : সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশারদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।

নিয়োগের স্থান : দেশের যেকোনো জায়গায়।

বেতন : ২২,০০০-২৬,০০০ টাকা।

আবেদন পদ্ধতি : আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে www.onebank.com.bd এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ : ২০ আগস্ট, ২০২৩।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন