নওহাটা বালিকা বিদ্যালয়ে ২৯ জন পেয়েছে জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার নওহাটা বালিকা বিদ্যালয়ে ২৯ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
এবারে এসএসসি পরীক্ষায় নওহাটা বালিকা বিদ্যালয় থেকে মোট ১৩৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলো। যার মধ্যে পাশ করেছে ১২৯ জন। পাশের হার ৯৬ দশমিক ৮৬ শতাংশ। বিদ্যালয়টি থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৬ জন, মানবিক বিভাগ থেকে ০১ জন ও বাণিজ্য বিভাগ থেকে ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এদের মধ্যে মেহনাজ কিবরিয়া জ্যোতি, সাহিদা আক্তার সাথী, তাসনিম আনজুম অরপি শিক্ষক, উম্মে হাসিবা, আফিয়া তাবাসসুম অন্যন্যা, তায়েবা সুলতানা তমা, সুমাইয়া জান্নাত উষা, শারমিন আক্তার ঐশি, নামনিন আক্তার মোহনা ও ইসরাত জাহান রিতু চিকিৎসক হতে চান, শায়লা আনজুম পাইলট, আনিকা তাহ্মিন ইঞ্জিনিয়ার ও অনন্যা পিংকি নার্স হতে চান।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক সামসুদ্দিন প্রামানিক সব শিক্ষার্থীর জন্য দোয়া চেয়েছেন ও তাদের সফল ভবিষ্যৎ কামনা করেছেন। ম্যানেজিং কমিটির সভাপতি ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকমন্ডলী ভাল শিক্ষা দিচ্ছেন ও ম্যানেজিং কমিটির সদস্যরা প্রতিনিয়ত তদারকি করছেন। এতে শিক্ষার্থীরা উৎসাহ পাচ্ছেন ও লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়ছে। প্রেক্ষিতে ফলাফল ভাল হয়েছে-কৃতকার্য সবার উজ্জল ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করি।