সারাদিন গেমস খেললেও এই ফোন গরম হবে না

পদ্মাটাইমস ডেস্ক : সাশ্রয়ী দামে নতুন ফোন আনল পোকো। মডেল পোকো এম৬ প্রো ৫জি। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে একটানা গেমস খেললে বা ভিডিও দেখলেও ফোনটি গরম হবে না।
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ১০ হাজার ৯৯৯ রুপি। সম্প্রতি দেশটির বাজারে এই ফোনের বিক্রি শুরু হয়েছে। এছাড়াও আরেকটি ভার্সন পাওয়া যাবে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভার্সনে। যার দাম ১২ হাজার ৯৯৯ রুপি।
এই ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট।
pocomain পোকো এম৬ প্রো ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। অ্যানড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ ভার্সনে।
এই ফোনের ৬.৭৯ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। বলা হচ্ছে, এটাই পোকোর সবচেয়ে বড় ডিসপ্লের ফোন।
শাওমির সাব-ব্র্যান্ড পোকো সংস্থার এই ৫জি ফোনে ৬.৭৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেউশন যুক্ত ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এর উপরে রয়েছে গরিলা গ্লাস ৩ লেয়ার।
pocomain ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি এআই সেন্সর রয়েছে। তার সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর।
পোকো এম৬ প্রো ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এটি একটি আইপি৫৩ রেটিং যুক্ত। ফলে ধুলোবালি ও পানি থেকে ডিভাইসটি সুরক্ষিত থাকবে।