আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় আইনশৃঙ্খলা কমিটির সভা আজ

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩; সময়: ১০:৫৫ am | 
খবর > শিক্ষাঙ্গন

পদ্মাটাইমস ডেস্ক : আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকল মুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করতে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা আজ মঙ্গলবার (৮ আগস্ট) অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়, জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার দুপুরে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে সড়কে নামে শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো, ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে, পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয়, পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দেওয়া।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন