মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩; সময়: ৭:৫৩ pm | 
খবর > শিক্ষাঙ্গন
নিজস্ব প্রতিবেদক : মোহনপুর মহিলা ডিগ্রী কলেজের ২০২৩ ইং সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে কলেজ প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।
মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী -৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, সাংগঠনিক সম্পাদক বিপুল রায়হান সহ উক্ত কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন