রাজশাহী-৬ আসনে কার কেমন জনপ্রিয়তা?

নিজস্ব প্রতিবদেক : নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথমে। কমিশনের নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী আর তফসিল হবে সেপ্টেম্বরের শেষে। দেশের সবচেয়ে বড় এ নির্বাচন কেন্দ্র করে নানামুখি তৎপরতা শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোসহ নেতাকর্মীদের মধ্যে।
বিশেষ করে মাঠে সক্রিয় রয়েছেন মনোনয়নপ্রত্যাশীরা। একই সঙ্গে কে কে কোন দল থেকে মনোনয়ন চাইবেন, কে পেতে পারেন এবং দলে কার প্রভাব ও এলাকায় জনপ্রিয়তা বেশী এ নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যেও চলছে নানা জল্পনা-কল্পনা আলোচনা-সমালোচনা। আর এ নিয়ে পদ্মাটাইমসের বিশেষ আয়োজন ‘‘পদ্মাটাইমস জরিপ’’। পদ্মাটাইমের নিজস্ব ফেসবুক পেজে মতামত গ্রহন করে জানার চেষ্টা করা হয়েছে মনোনয়নপ্রত্যাশী কার কেমন জনপ্রিয়তা।
সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজের পোল অপশনে প্রশ্ন ছিল ‘‘রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী হিসাবে আপনি কাকে সমর্থন করবেন?’’ সেখানে পৃথকভাবে দেশের প্রধান দুই দলের মনোনয়নপ্রত্যাশী ৯ জনের নাম দেয়া হয়। এর মধ্যে আওয়ামী লীগের চারজন ও বিএনপির পাঁচজন। এই পোল অপশনটি ৪৮ ঘন্টা সক্রিয় থাকে। এ সময়ের মধ্যে টিকচিহ্ন দিয়ে নিজেদের সমর্থন জানান ফেসবুক ব্যবহারকারিরা।
আওয়ামী লীগ
রাজশাহী-৬ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সবচেয়ে বেশী সমর্থন পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু। তাকে নৌকার প্রার্থী হিসেবে দেখতে চান জরিপে অংশ নেয়া ৭২ শতাংশ ফেসবুক ব্যবহারকারি। গত দুই নির্বাচনে তিনি এমপির টিকিট চেয়ে বঞ্চিত হন। তবে গত নির্বাচনে তিনি নৌকার টিকিট নিয়ে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন।
এর পরের অবস্থানে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তিনবারের সংসদ সদস্য এবং বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এবারও তাকে দেখতে চান জরিপে অংশ নেয়া ২১ শতাংশ ফেসবুক ব্যবহারকারি। এ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি সাংসদ নির্বাচিত হন। এছাড়াও তিনি পর পর দুইবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
এছাড়াও এ আসনে এবার নৌকার প্রার্থী হিসেবে বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীকে দেখতে চান জরিপে অংশ নেয়া ৬ শতাংশ ফেসবুক ব্যবহারকারি। আর সাবেক এমপি রায়হানুল হক রায়হানকে চান ১ শতাংশ।
বিএনপি
রাজশাহী-৬ আসনে এবার বিএনপির প্রার্থী হিসেবে সবচেয়ে বেশী সমর্থন পেয়েছেন জেলার আহবায়ক ও চারঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ। এবার তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে চান জরিপে অংশ নেয়া ৬৫ শতাংশ ফেববুক ব্যবহারকারি। সম্প্রতি প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে আবু সাঈদ চাঁদ কারাগারে রয়েছেন।
তার পরের অবস্থানে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশীষ রায় মধু। এবার তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চান জরিপে অংশ নেয়া ১৬ শতাংশ ফেসবুক ইউজার।
এছাড়াও জরিপে অংশ নেয়া ১২৫ শতাংশ ফেসবুক ব্যবহারকারি এবার বিএনপির প্রার্থী হিসেবে চান জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জলকে। আর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুনকে চান ৪ শতাংশ এবং বিএনপি নেতা নুরুজ্জামান খান মানিককে চান জরিপে অংশ নেয়া ৩ শতাংশ ফেসবুক ব্যবহারকারি।
(এ জরিপ শুধুমাত্র সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোটাল পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম এর নিজস্ব। এতে অংশ নিয়েছে শুধুমাত্র ফেববুক ব্যবহারকারিরা।)