চাচা-ভাতিজা হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৩; সময়: ১১:৪১ am | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক : চার বছর আগে ফরিদপুরের নগরকান্দায় গুলিতে চাচা রওশন মিয়া ও তার ভাতিজা মিরাজুল ইসলাম তুহিন হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার (২০ আগস্ট) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জেসমিন আরার আদালত এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে অপর দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

এর আগে, গত ৩ আগস্ট মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। মামলার মোট ১৬ আসামির মধ্যে প্রধান আসামি আউয়াল জামিনে।

আসাদুজ্জামান নামে একজন মারা গেছেন। পাঁচু মিয়া, রাজু ও রবিউল কারাগারে। শুরু থেকে পলাতক পাঁচ আসামি। এ ছাড়া জামিনে গিয়ে পালান আরও ছয়জন।

২০১৯ সালের ১০ আগস্ট ফরিদপুরে মধ্য কাইচাইল মসজিদের মাঠে আউয়ালের নির্দেশে রওশন আলী ও মিরাজুল ইসলাম তুহিনের ওপর গুলি চালান আসামিরা। ঘটনাস্থলে রওশন ও ভাতিজা তুহিন মারা যান। ওই ঘটনায় নগরকান্দা থানায় হত্যা মামলা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন