রাজশাহী নগর যুবলীগের নেতৃত্বে আসছেন কারা?

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। আগামী ২৬ সেপ্টেম্বর এ সম্মেলন হওয়ার কথা রয়েছে। প্রথমে ২ সেপ্টেম্বর সম্মেলনের দিন নির্ধারণ করা হলেও এইচএমসি পরীক্ষার কারণে তা পিছিয়ে দেওয়া হয়।
সর্বশেষ ২০১৬ সালের ৫ মার্চ মহানগর যুবলীগের সম্মেলন হয়। ওই সম্মেলনে আগের কমিটির সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দায়িত্ব পান।
এদিকে গত ফেব্রুয়ারি মাসে পদপ্রত্যাশীদের বায়োডাটা গ্রহণ করে কেন্দ্রীয় কমিটি। এতে সভাপতি পদে ১০ জন ও সাধারণ সম্পাদক পদে ১৮ জন বায়োডাটা জমা দেন। এরপর সম্প্রতি ঘোষণা করা হয় সম্মেলনের তারিখ।
সম্মেলনের তারিখ ঘোষণার পর করা হয়েছে বিশেষ বর্ধিত সভা। এখন চলছে সম্মেলনের প্রস্তুতি। সেই সঙ্গে দৌঁড়ঝাপ শুরু হয়েছে পদ প্রত্যাশীদের। তাদের দেয়া ব্যানার, ফেস্টু, পোস্টারে ছেঁয়ে গেছে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো।
একইসঙ্গে কে কে নেতৃত্বে আসছেন বা দলে কার প্রভাব ও জনপ্রিয়তা বেশী এ নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যেও চলছে নানা জল্পনা-কল্পনা, আলোচনা-সমালোচনা। আর এ নিয়ে পদ্মাটাইমসের বিশেষ আয়োজন ‘‘পদ্মাটাইমস জরিপ’’। পদ্মাটাইমসের নিজস্ব ফেসবুক পেজে মতামত গ্রহণ করে জানার চেষ্টা করা হয়েছে পদপ্রত্যাশী কার কেমন জনপ্রিয়তা।
সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজের পোল অপশনে প্রশ্ন ছিল ‘‘রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আপনি কাকে দেখতে চান?’’ সেখানে পৃথকভাবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ২৮ জনের নাম দেয়া হয়।
যার মধ্যে সভাপতি পদের জন্য ১০ জন ও সাধারণ সম্পাদক পদে ১৮ জন ছিলেন। এই পোল অপশনটি ৪৮ ঘন্টা সক্রিয় থাকে। এসময়ের মধ্যে টিকচিহ্ন দিয়ে নিজেদের সমর্থন জানান ফেসবুক ব্যবহারকারীরা।
সভাপতি
রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি হিসেবে সবচেয়ে বেশী সমর্থন পেয়েছেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক। নগর যুবলীগের সভাপতি হিসেবে তাকে দেখতে চান জরিপে অংশ নেয়া ৬০ শতাংশ ফেসবুক ব্যবহারকারী।
এরপরের অবস্থানে রয়েছেন নগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি। এবার তাকে মহানগর যুবলীগের সভাপতি হিসেবে দেখতে চান ২৯ শতাংশ ফেসবুক ব্যবহারকারী।
এছাড়াও এবার নগর যুবলীগের সভাপতি হিসেবে আবুল মমিনকে দেখতে চান জরিপে অংশ নেয়া ৬ শতাংশ ফেসবুক ব্যবহারকারী। আব্দুল মমিন নগর সেচ্ছাসেবক লীগের সভাপতি ও নগরের ১৩ নং ওয়ার্ডে দুইবারের কাউন্সিলর।
আর আশরাফুল আলম, মোখলেছুর রহমান মিলন, আমিনুর রহমান খান রুবেল, এ্যাড. কাওসার রহমান নাইজার ও ইউসুফ আলীকে এবার নগর যুবলীগের সভাপতি হিসেবে দেখতে চান জরিপে অংশ নেয়া ১ শতাংশ ফেসবুক ইউজার।
সাধারণ সম্পাদক
এবার রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পদে রায়হানুর রহমান রয়েলকে দেখতে চান জরিপে অংশ নেয়া ৫৬ ফেসবুক ব্যবহারকারী। এরপরের অবস্থানে রয়েছেন মোরসালিন হক বাবু। তাকে নগর যুবলীগের সাধারণ সম্পাদক পদে দেখতে চান জরিপে অংশ নেয়া ২৫ শতাংশ ফেসবুক ইউজার।
এছাড়াও এবার যুবলীগের নেতৃত্বে মুকুল শেখকে দেখতে চান ৭ শতাংশ, নাহিদ আখতার নাহানকে চান জরিপে অংশ নেয়া ৬ শতাংশ ফেসবুক ব্যবহারকারী। আর সুজন শেখ, আরকান বাপ্পি, মামুনুর রশিদ মাহবুর ও রেজাউন রহমান রাজিবকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান জরিপে অংশ নেয়া ১ শতাংশ করে ফেসবুক ইউজার।
(এ জরিপ শুধুমাত্র সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব। এতে অংশ নিয়েছে শুধুমাত্র ফেসবুক ব্যবহারকারীরা।)