অর্ণা জামানের জন্মদিন উপলক্ষে রাবিতে দোয়া ও মিলাদ

নিজস্ব প্রতিবেদক, রাবি : বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, বাংলাদেশ যুবমহিলা লীগের সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা শাখার সম্মানিত সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণার জন্মদিন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমীর আলী হল মসজিদে বাদ এশা বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করেন রাবি ছাত্রলীগের উপ-ধর্মবিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম দূর্জয়।
এসময় তাওহীদ দূর্জয় নামাজীদের কাছে তার নেতা অর্ণার জন্য দোয়া প্রার্থনা করে তিনি বলেন, ‘আপনারা দোয়া করবেন অর্ণা আপু যাতে উনার দাদা জাতীয় চার নেতার অন্যতম নেতা, উনার পিতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশন মেয়র লিটন চাচা যেভাবে দেশ ও জাতির জন্য কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন, তেমনি অর্ণা আপুও যাতে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে পারেন, আপনাদের কাছে কর্মী হিসাবে প্রিয়নেতার জন্য দোয়া চাচ্ছি।
এ আয়োজনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী ও মসজিদের ইমাম উপস্থিত ছিল। ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এসময় উপস্থিত ছিলেন।