ঘুমের ভেতর কাপড় অপবিত্র হলে বিছানা পরিস্কার করতে হবে কি?

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩; সময়: ১:৪০ pm | 
খবর > ধর্ম

পদ্মাটাইমস ডেস্ক : প্রাকৃতিক বেশ কিছু কারণে মানুষের শরীর অপবিত্র হয়ে যায়। তখন পবিত্র হতে হয় অজু অথবা গোসলের মাধ্যমে।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, হে মুমিনগণ! যখন তোমরা নামাজের জন্য দাঁড়াতে চাও তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কনুই পর্যন্ত ধুয়ে নাও এবং তোমাদের মাথায় মাসেহ কর, এবং পায়ের টাখনু পর্যন্ত ধুয়ে নাও। এবং যদি তোমরা অপবিত্র থাক, তবে বিশেষভাবে পবিত্র হবে। (সূরা মায়েদা, (৬) আয়াত, ৫)

যেসব কারণে মানুষের ওপর গোসল ফরজ হয়, তার একটি হলো- স্বামী-স্ত্রী সহবাস করা কিংবা ‍ঘুমের ভেতর স্বপ্নদোষ হওয়া। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তায়ালা আনহা থেকে বর্ণিত, এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন কোন পুরুষ তার (স্ত্রীর) দুই পা ও দুই রানের মাঝে বসবে এবং একের লজ্জাস্থান অপরের লজ্জাস্থানের সাথে লেগে যাবে তখন (দু’জনেরই) গোসল ফরজ হয়ে যাবে।’ (মুসলিম, হাদিস, ৩৪৯)

ঘুমের ভেতর স্বপ্ন দোষ হওয়ার পর অনেক সময় দেখা যায়- পরনে থাকা প্যান্ট, লুঙ্গি, পায়জামার ছাড়াও নাপাকি বিছানা চাদরে লেগে যায়। এক্ষেত্রে অনেকের সন্দেহ হয়, পরনের কাপড়ের মতো পুরো বিছানাও ধুতে হবে কিনা?

এ বিষয়ে আলেমরাদ বলেন, ঘুম থেকে উঠে বিছানায় অপবিত্র কিছু লেগেছে মনে হলে পুরো অংশ না ধুতে হবে না। শুধু যেই জায়গায় নাপাকি লেগেছে তা চিহ্নিত করে ওই অংশটুকু ধুলেই চলবে, তবে সতর্কতার জন্য পুরো বিছানা চাদর ধুয়ে নেওয়া ভালো। (ফতোয়ায়ে তাতার খানিয়া, ২৯২/১, ফতোয়ায়ে হিন্দিয়া, ১/ ৪৭)

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন