সিরাজগঞ্জে জাতীয় হ্যাকাথন প্রতিযোগিতায় জবি চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ২৪টি সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে জাতীয় মেধাবিকাশ অন্বেষণ হ্যাকাথন প্রতিযোগিতা-২০২৩ এ জগন্নাথ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে।
এছাড়া দ্বিতীয় হয়েছে ওয়াল্ড ইউনিভারসিটি অব বাংলাদেশ এবং তৃতীয় স্থান লাভ করেছে স্বাগতিক খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়টির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী বিশ্ববিদ্যালয় গুলোর মেধাবী ছাত্র-ছাত্রী টিমের হাতে লাখ টাকা প্রাইজ মানি, ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন।
এসময় আয়োজক খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজা, ইঞ্জিনিয়ার অনুষদের ডিন অধ্যাপক শহিদুল ইসলাম খান, উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইউসুফ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, কেউ কোন দিন কাউকে শেখায় না, প্রয়োজনের তাগিদেই আমাদের মেধায় মননে ও মানবিকতার উৎকর্ষ সাধন করতে হবে।
কথার চেয়ে কাজে অভিজ্ঞতার প্রমান দিয়ে দেশ ও দেশের মানুষকে ভালবাসতে হবে। সম্পদ থাকলেও অপচয় করা যাবেনা। পজিটিভ মানষিকতা লালন করে সামনের দিকে অগ্রসর হলে একজন মানুষের জীবনে সফলতা আসবেই।
যা প্রতি পদে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দেশের শীর্ষ ধণী আমার বাবা ডাঃ আমজাদ হোসেন অনুসরণ করে গেছেন। কখনো বিলাসীতা পছন্দ করতেন না। আমরা নিজেদের গাড়ী ব্যবহার না করে বাসে চলাচল করতাম।
৪র্থ শিল্প বিল্পবের যুগে তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জাতীয় ও আঞ্চলিক সমস্যাগুলো তথ্য প্রযুক্তি দিয়ে সমাধানের আইডিয়া, টেকশই সমাধানের লক্ষ্যে এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কারী বিশ্ববিদ্যালয়গুলোর ৩০টি টিমের ৯০ জন মেধাবী ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিল দেশের স্বনামধন্য শিক্ষাবিদ ও ইন্ডাষ্ট্রি ব্যক্তিদের সমন্বয়ে ১০ জনের টিম।
এতে ইভেন্ট স্পন্সর করছে খাজা ইউনুস আলী ফাউন্ডেশন, ড্রাগ ইন্টারন্যাশনাল, আমজাদ টি ও এটিআই লিমিটেড। এছাড়া মিডিয়া পাটর্নার ছিল একুশে টেলিভিশনসহ ২টি পত্রিকা।