নাটোরে প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধ’র্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩; সময়: ৪:৪৬ pm | 
খবর > আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক, নাটোর  : নাটোরের লালপুরে প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শাহনুর নামে একজনকে যাবজ্জীবন ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ( নাটোর জেলা ও দায়রা জজ ) আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, সপ্তম শ্রেণীতে পড়ুয়া তার অসহায় প্রতিবন্ধী ভাগ্নিকে পূর্ব পরিচিত হওয়ায় তাদের প্রতিবেশী ফয়েজ উদ্দিনের বাড়িতে রাখে লেখাপড়ার জন্য।

একপর্যায়ে ফয়েজের ছেলে শাহানুর প্রতবিন্ধীকে ভালবাসার কথা বলে প্রায় কুপ্রস্তাব দিতে থাকেন। ভিকটিম বিষয়টি তার মামাকে জানালে শাহানুর ক্ষিপ্ত হন।

২০০৪ সালের ১২ জুলাই রাতে ভিকটিম লেখা করাকালে আসামী শাহানুর তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে জোর পূর্বক ধর্ষণ করেন। এসময় ভিকটিমের চিৎকারে অন্যরা ছুটে আসলে শাহানুর পালিয়ে যান। ঘটনাটি ধামা চাপা দিতে শাহানুরের পরিবার বিয়ের প্রস্তাব দিয়ে সময়ক্ষেপণ করেন।

ফলে ঘটনার ক’দিন পর ভিকটিমের মামা বাদি হয়ে লালপুর থানায় শাহানুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করে। স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক সোমবার এই রায় ঘোষণা করেন।

আদালতের স্পেশাল পিপি আনিষুর রহমান জানান, আসামীর অনুপস্থিতে বিজ্ঞ বিচারক এই রায় ঘোষণা করেছেন। রায়ে আদেশকৃত জরিমানার ৩০ হাজার টাকা ভিকটিম পাবে।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন