রাজশাহীতে ডায়গনস্টিক সেন্টারে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩; সময়: ৮:৪২ pm | 
খবর > শীর্ষ সংবাদ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে লাইফ লাইন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ক্যান্সার আক্রান্ত রোগীদের অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা দেয়ার অভিযোগ উঠেছে। রাজশাহী লক্ষীপুর মোড়ে লাইফ লাইন ডায়গনস্টিক সেন্টারে র্দীঘদিন যাবত অস্বাস্থ্যকর পরিবেশে ও নিয়ম নিতিমালার তোয়াক্কা না করেই ক্যান্সার রোগীদের চিকিৎসা প্রদানের অভিযোগ উঠেছে।

জানা গেছে, দীর্ঘদিন যাবত নগরীর লক্ষ্মীপুর মোড়ে অবস্থিত ওই ক্লিনিকে অস্বাস্থ্যকর পরিবেশে সাধারণ রোগীদের সাথেই ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। নিয়ম নিতিমালা না মেনেই সে খানে ক্যান্সার আক্রান্ত রোগীদের গদাগাদি করে রেখে চিকিৎসা প্রদান করছেন ডাক্তার শাফায়াত হাবিব। আর এতে করে চরম স্বাস্থ্য ঝুকিতে পড়তে হচ্ছে অন্যান্য রোগীদের।

অভিযোগ সূত্রে জানা যায়, এই ডায়াগনস্টিক সেন্টারের মালিক মতিউর রহমান ও চিকিৎসক শাফায়াত হাবিব দীর্ঘদিন ধরেই এভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ক্যান্সারের মতো দূরারোগ্য ব্যাধির চিকিৎসা যেখানে অত্যন্ত গুরুত্ব সহকারে স্বাস্থ্যকর পরিবেশে করা উচিত সেখানে তারা অবহেলা ও গাদাগাদি করে ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিচ্ছেন।

এছাড়াও ক্যান্সারে ব্যবহার করা বিষাক্ত ওষুধের বর্জ্য পদার্থ ফেলার কোন সঠিক নিয়মও তারা মানছেন না বলেও অভিযোগ করা হয় সাধারণ রোগীদের পক্ষ থেকে।

ওই ক্লিনিকে চিকিৎসা নিতে যাওয়া একাধিক রোগীর অভিযোগ, কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে তারা ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা দিচ্ছে। সাধারণ রোগীদের সাথে গাদাগাদি করে বসিয়ে রাখা হচ্ছে অন্য রোগীদের। পাশাপাশি নেই ক্লিনিক মালিকের ও ডাক্তারের গুরুত্ব। লাইফ লাইন ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন অপর্কমেরর বিষয় রাজশাহীর সিভিল সার্জন কে মুঠো ফোনে জানিয়েও প্রতিকার মেলেনি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে জানতে লাইফ লাইন ডায়াগনস্টিক সেন্টারের মালিক মতিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এমন অভিযোগ সঠিক না। আমরা চেষ্টা করছি ভালো চিকিৎসা দেয়ার। তাছাড়া ক্যান্সার কোন ছোঁয়াচে রোগ না। অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসার বিষয়ে তিনি বলেন এমন অভিযোগ সঠিক না। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয় লাইফ লাইন ডায়াগনস্টিক এর ডাক্তার শাফায়াত হাবিবের সাথে মুঠো ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয় রাজশাহীর সিভিল সার্জন ডা আবু সাইদ মোহাম্মদ ফারুক বলেন, কোনো ডায়গনস্টিক সেন্টার অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা দিতে পারে না। এ বিষয় তদন্ত করে দেখা হবে। প্রমাণ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদ রানা বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন