রাজশাহী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তার নাম রহিমা ইসলাম (২৮)। এই গৃহিণী ঢাকা থেকে ফিরেই জ্বরে আক্রান্ত হন।
এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে রামেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে আইসিইউতে স্থানান্তর করা হলে বুধবার ভোরে তার মৃত্যু হয়। রহিমা ইসলাম নামের ওই গৃহিণীর বাড়ি রাজশাহী নগরীর বালিয়াপুকুর এলাকায়।
এই নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন রোগীর মৃত্যু হলো। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৫৪ জন রোগী ভর্তি আছেন।
বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই রোগীর ঢাকা ভ্রমণের ইতিহাস ছিল। ঢাকা থেকে ফেরার পর এই রোগী চার দিন ধরে জ্বরে ভুগছিলেন। এক পর্যায়ে বমি শুরু হয়, এরপর শ্বাসকষ্ট। এলোমেলো কথাবার্তা বলতে শুরু করায় তাকে গত ২ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে (৩৬ নং ওয়ার্ড) ভর্তি করা হয়।
কিন্তু তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ওই দিন রাত ৯টায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু রোগী বুধবার ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও জানান, এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ২৯৯ জন রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে রাজশাহীর স্থানীয় রোগী ছিল ১ হাজার ৪৯৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ হাজার ১৩৩ জন রোগী। আর ডেঙ্গুতে মৃত্যু বরণ করেছেন ১২ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৫৪ জন রোগী।