ইশতেহারে নাগরিকদের মতামত গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩; সময়: ১১:০৭ am | 
খবর > বিশেষ সংবাদ

পদ্মাটাইমস ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খুব বেশি দেরি নেই। জনগণের কাছে ভোট চাইবার আগে প্রনয়ন করতে হবে ইশতেহার। ২০১৪ ও ২০১৮ সালে ইশতেহার তৈরির আগে জনমত না চাইলেও এবার নাগরিকদের মতামতকে গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ।

নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটির সদস্যরা বলছেন, এতে চতুর্থ শিল্প বিপ্লবের বাস্তবতায় স্মার্ট বাংলাদেশের রূপরেখা থাকছে। ভিশন ২০৪১ সহ আগামী ১০০ বছরে পরিকল্পনাও স্থান পাবে ইশতেহারে।

নির্বাচনী ইশতেহার প্রনয়ন উপকমিটির সদস্য বিপ্লব বড়ুয়া বলেন, এবারের ইশতেহারে ভিন্নতা যেমন থাকবে তেমনি অতীতের ধারাবাহিকতাও থাকবে। এছাড়াও স্মার্ট বাংলাদেশ কীভাবে আসবে কীভাবে এর বিকাশ ঘটবে এই বিষয়গুলোও ইশতেহারে অর্ন্তভূক্ত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ইশতেহার একটি দলের পাঁচ বছরের কার্যক্রমের রোড ম্যাপ। পাঁচ বছর পর পর ঘোষিত ইশতেহারে কিন্তু নতুনত্ব ও আলাদা কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। সেই হিসেবে দুর্নীতিমুক্ত, দেশ সুশাসন ও প্রযুক্তিকে এবারের ইশতেহারে গুরুত্ব দেয়া হবে।

ইশতেহার প্রণয়ন উপ-কমিটি সদস্যসচিব ড. সেলিম মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার থাকছে এবারের ইশতেহারে। আওয়ামী লীগ সব সময় জনমতকে গুরুত্ব দেয় এ কারণে জনমতের ভিত্তিতেই ইশতেহার তৈরির কাজ চলছে। এটি কোনো দলীয় ইশতেহার নয়, এটি হবে জাতির ইশতেহার।

ইশতেহারে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার পরিকল্পনাও থাকবে । আরও কী কী যুক্ত হতে পারে উপ-কমিটির পরবর্তী বৈঠকে সে সিদ্ধান্ত হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন