বিভাগীয় শ্রেষ্ট কাব শিক্ষক নির্বাচিত গোদাগাড়ীর জয়দুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জয়দুল ইসলাম।
সে উপজেলার ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও সহকারি কমিশনার (কাবিং সম্প্রসারণ) বাংলাদেশ স্কাউটস রাজশাহী জেলা।
প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় উপ-পরিচালকের কার্যলয় থেকে এক পত্রে বিভিন্ন ক্যাটগরির মধ্যে শ্রেষ্ট কাব স্কাউটস শিক্ষক হিসেবে তার নাম উঠে এসেছে। নাম তালিকায় প্রকাশিত পত্রে রাজশাহী বিভাগীয় কমিশনার ও প্রাথমিক শিক্ষক পদক বাছাই কমিটির সভাপতি ড. দেওয়া মুহম্মদ হুমায়ন কবির ও সদস্য সচিব মো. সানাউল্লাহ যৌথ স্বাক্ষর রয়েছে।
রাজশাহী বিভাগীয় শ্রেষ্ট কাব স্কাউটস শিক্ষক হওয়ায় গোদাগাড়ীবাসী অভিন্দন জানিয়ে বলেন, আগামীর দিনে তার পথচলা আরো গৌরবময় ও উজ্জ্বল হোক একই কামনা করি।
শিক্ষক জয়দুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি যিনি আমাকে রাজশাহী বিভাগের ‘শ্রেষ্ঠ কাব শিক্ষক’ হিসেবে সম্মানিত করেছেন। যাঁদের সার্বিক সহযোগিতা,অনুপ্রেরণা ও ভালবাসায় আমি এ পর্যায়ে এসেছি তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সকলেই দোয়া করবেন।