রামেক হাসপাতালে আরো ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩; সময়: ৮:২০ pm | 
খবর > শীর্ষ সংবাদ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এরা হলেন- রাজশাহীর দুর্গাপুর উপজেলার রজুফা বেগম (৫৫) ও চারঘাট উপজেলার মো. সাজিত (১৩)। এ নিয়ে চলতি মৌসুমে রামেক হাসপাতালে ১৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ জানান, তাদের দুজনের রাজশাহীর বাইরে কোনো ভ্রমণ ইতিহাস নেই। তারা দুজনই পাঁচ দিনের জ্বর নিয়ে ১০ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তাদের ডেঙ্গু ওয়ার্ডে পাঠানো হয়। সেখানেই রাতে তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত রামেকে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৯৬ জন রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৮০ জন। বাকিরা রাজধানীসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হয়েছেন। মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৩৯৭ জন। বর্তমানে আরও ১৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন