চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩; সময়: ১০:৫৬ am | 
খবর > আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : একটি মাদক (হেরোইন) মামলায় চাঁপাইনবাবগঞ্জে একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাঃ আদীব আলী আসামীর উপস্থিতিতে এই আদেশ দেন। একই রায়ে আসামীকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর কারাদন্ড দিয়েছেন আদালতের বিচারক। অভিযোগ প্রমানিত না হওয়ায় একজনকে খালাসও দেন বিচারক।

দন্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দিঘামিয়াপাড়া গ্রামের রবিউল আলমের ছেলে মোঃ তৌহিদুল ইসলাম (৩২)। খালাসপ্রাপ্ত ব্যক্তি, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কালুপুর হাজির মোড় পুলপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে শাহ আলাল অরফে বাবু (২৯)।

মামলার বিবরণ ও সরকারী কৌসুলী আলহাজ্ব মোঃ নাজমুল আজম জানান, ২০২০ সালের ৯ এপ্রিল সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কালুপুর কবরস্থানের পূর্ব পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে মোঃ তৌহিদুল ইসলাম ও শাহ আলাল অরফে বাবু কে আটক করে।

এঘটনায় তৌহিদুলের দেহ তল্লাশী চালিয়ে ডান কোমর এবং হাতে থাকা শপিং ব্যাগের মধ্য থেকে ১ কেজি ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করেন র‌্যাবের তৎকালিন এস.আই মোঃ আব্দুল মোমিন। মামলার তদন্ত করে সদর মডেল থানার এস.আই আমিনুল ইসলাম ২০২০ সালের ২২ মে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য প্রমান শেষে আদালতের বিচারক বুধবার এই আদেশ দেন

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন