নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রশাসনের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত
প্রকাশিত:
নভেম্বর ৩, ২০২৩; সময়: ৮:৫৬ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক : ৩ নভেম্বর শুক্রবার জেল হত্যা দিবস স্মরণে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহী’র প্রশাসনের পক্ষ থেকে জাতীয় চারনেতার অন্যতম শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান এর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং এক মিনিট নিরবতা পালন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯ টায় রাজশাহী নগরীর কাদিরগঞ্জে শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এসময় ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও বর্তমান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক, উপাচার্য বিশিষ্ট প্রাণীবিজ্ঞানী প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. পি.এম সফিকুল ইসলাম, রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, প্রক্টর ড. আজিবার রহমান, সকল বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।