মোহনপুরের মৌগাছী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষা কর্মকর্তাবৃন্দ

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৩; সময়: ৬:৪৮ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে বিদ্যালয় ও ষষ্ঠ-সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরিদর্শন করেছেন শিক্ষা কর্মকর্তাবৃন্দ। বৃহস্পতিবার উপজেলার মৌগাছী উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরিদর্শন করেছেন তারা।

পরিদর্শনকারি কর্মকর্তারা হলেন-রাজশাহী অঞ্চল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহকারি পরিদর্শক মো. রাশেদুল ইসলাম ও প্লাবন কুমার বর্মন এবং রাজশাহী অঞ্চল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জেলা প্রশিক্ষণ কো-অর্ডিনেটর (সংযুক্ত) মো. শাহাদাত হোসেন।

এরপর কর্মকর্তাবৃন্দ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও ম্যানেজিং কমিটির সভাপতির সাথে বিদ্যালয় ও নতুন ক্যারিকলাম বিষয়ে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুস সালাম, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ও সহকারি প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।

আরো উপস্থিত সিনিয়র সহকারি শিক্ষক নজরুল ইসলাম, ফজলুর রহমান, জিল্লুর রহমান, মামুনুর রশিদ, ওবাইদুর রহমান, উম্মে আয়শা, চামেলী রানী, আসমা খাতুন, শারমিন সুলতানা, আশরাফুল ইসলাম।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন